আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীর খিলগাঁওয়ে ছিনতাইকারীর কবলে এক নারী রিকশাযাত্রী! (পোষ্ট টি নিয়ে একটু আলোচনা)।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

প্রথমে নিচের পোষ্ট পরুন। Click This Link নিচের পোষ্টটি যথেষ্ঠ হিট হয়েছে, এবং অনেক গুলো কমেন্ট হয়েছে। কেহ মহিলার প্রতি সমবেদনা না জানিয়ে, ক্যমেরা ম্যান কে পুরুষ্ক্রিত করতে আবেদন করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে: ১) ছবিতে যে ছিনতাই ই হচ্ছে, সেটা কি শিওর? তাহলে পাশের রিক্সাটা কি করে, নাকি তাদের সামনেই হচ্ছে? যদি তাই হয় তবে ঐ রিক্সাওয়ালাদের ও ধরা দরকার।

২) ক্যামেরা ম্যান কি ঐখানে ছিনতাইয়ের জন্যে অপেক্ষা করতেছিল, যে ঐ মুহুর্তে ছবি গুলো তুলে ফেলল? ৩) আর যদি হটাৎ ক্যামেরা ম্যান এর সামনে এমন ঘটনা চলে আসে তবে ক্যামেরা ম্যান কেন ছবি তুলা বাদ দিয়ে, মহিলা কে সাহায্য করতে এগিয়ে আসল না? ৪) ক্যামেরা ম্যানের প্রোফাইল দেখে মনে হচ্ছে তিনি শিক্ষিত ব্যাক্তি, তার মত লোক যদি এইটুকু না কর্তে পারে তাহলে ছিনতাই কারিরা তো ছিনতাই করবেই। আর পাশের রিক্সাওয়ালারা তো চেয়ে থাকবেই। ৫) খিলগাওয়ের মতো ব্যাস্ত এলাকাতে কি পুলিশ থাকে না? হয়তো তখন ছিল না, তাহলে ঐ ক্যামেরা ওয়ালা ভদ্রলোক কি আশে পাশের পুলিশকে ইনফর্ম করতে পারতেন না? নাকি তিনি ছবিতুলা নিয়ে ব্যস্ত থাকাকেই বেশি প্রয়োজনীয় মনে করেছিলেন? ক্যামেরা ম্যান দুরে থেকে একটু চিৎকার করলেইতো ওরা পালিয়ে যেতো বা আরো লোকজন জড়ো করে তাদের হাতেনাতে ধরা যেতো। এতে হয়তো ক্যামেরা ম্যানের কোন নাম হতো না তবে মহিলাটি হয়তো ক্ষতির হাত থেকে বেচে যেতেন। ঘটনা সত্য মিথ্যা জানিনা, তবে যদি সত্য হয়, তবে কি এটাই প্রমান করে না যে, ক্যামেরা ম্যান বা তার মত লোকজন মানুষের উপকার করার চেয়ে নিজের নাম-যশ-ক্ষ্যাতিকেই প্রাধান্য দিচ্ছেন।

এতে অপরের যত বড় ক্ষতি হবে এইসমস্ত মানুষের তত বড় নাম হবে। তাই এক্ষেত্রে হয়তো ক্যামেরা ম্যান আফসোসই করবেন এই ভেবে যে, আহঃ মহিলাটা কেন খুন হলো না? মহিলাটি খুনহলেতো আজ আমি হিরু হতে পারতাম। অবশেষে আমি ঐ মহিলাসহ যারা নিয়মিত এই রকম ঘটনার শিকার হচ্ছেন তাদের প্রতি সমবেদনা জানাই, এবং সকলের প্রতি আবেদন করি। আসুন আমরা মানুষের নিঃস্বার্থ উপকার করার চেষ্টা করি। এই ব্যাপারে আপনাদের কি রায় তা নিয়ে আমরা আলোচনা করতে পারি।

সবাই যার যার মতামত জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।