সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
আপনারা হয়ত স্বীকার করবেন
মানুষের জীবন মানে শৈশব
অল্পদিনের শৈশব আমরা সারা জীবন জাবর কাটি
বোদ্ধারা তাই বলেন।
অথচ আমাদের কোন শৈশব থাকছে না
না নদী ,না নদীর ছলাৎ ছলাৎ ঢেউ ,ঘুড়ি ,নীল আকাশ ,কাশফুলমেঘ
শৈশব গ্রাস হয়ে চলছে ইটের দেয়ালের ভিতর।
শাদা বাতাশ ক্রোক হয়ে গেছে বিষাক্ত নিঃশ্বাসে
সাত আসমান ঢেকে দেয় ছ'ইঞ্চি পুরো ছাদ।
মানুষের বিষদাঁত গজাচ্ছে অনবরত,তাদের ফোঁসফোঁস শব্দে
চারদিক নষ্টালয়,বাসের অযোগ্য বিরানভূমি
আকাশের তারা ঝরে না আমাদের চোখে
মাথার উপর জ্বলে থাকে একটা কটকট বাতি
আমাদের কোন শৈশব নেই, আমাদের কোন জীবন থাকবে না
টিনের চালায় বৃষ্টির রিমঝিম মানেই জীবন ,এ কথা কেউ জানবে না
জীবন হয়ে যাচ্ছে ঈশ্বরের বিষাক্ত ছোঁবল
জীবনকে ফুটবল ভেবে একটা কিক মেরে
স্বর্গে পাঠবার একটা মাঠও থাকবেনা।
আমাদের থাকবে ঘুষখোর বাবার গালে নষ্ট চুমু
লোভী মায়ের চোখে রাজ্যের বিলাসি স্বপ্ন
যন্ত্রের বাক্সে অশ্লীল চুমু আর কামরাকামরি
সারাদিন সারারাত
একটা বাঁশ ও থাকবে কোন বাঁশিও থাকবেনা
সবাই অশ্লীল ট্রাক হয়ে যাব
ট্রাকের কর্কশ চিৎকার হবে
আমাদের প্রেমিকার নুপুরের নিক্কন।
জীবন হয়ে যাচ্ছে একটা আন ক্লিন বাঁশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।