আমাদের কথা খুঁজে নিন

   

রাজা উজির নাজিরের দেশ

কবিতা মনের কথা বলে।

এমন দেশে কেমন করে বসত করতে হয়! যে দেশেতে রাজা উজির মিলে মিশে রয়। উজির নাজির বুদ্ধি দিয়ে রাজা সাহেব চলে, নিজের মাথায় মগজ নাই যাচ্ছে রসাতলে। সারাটা দেশ জুড়ে আছে নানা হাহাকার, চামচা নিয়ে রাজা সাহেব চালাচ্ছে সরকার। জিনিষ পত্রের দাম বৃদ্ধি, মাথা ব্যাথা নাই, উজির নাজির সবাই বলে এইতো দেশ চালাই।

প্রজা মনে শান্তি নাই চলছে ভালো দেশ, ডিজিটাল হচ্ছে রাজ্য বাঃ কি সুন্দর আবেশ! ধর্ম নিয়ে বাড়াবাড়ি বেশী ভাল নয়, রাজার কিম্ভুত বুদ্ধি দেখে হচ্ছে সবার ভয়। লোড শেডিং যানজট নতুন কিছু নয়, রাজার মাথা ব্যাথা নাই,কেমন করে হয়। ইটপাটকেল না ছুড়িয়া,উন্নয়ন কাজ কর, দলাদলি না করিয়া,শুভ বুদ্ধি ধর। জনগন ক্ষেপে গেলে হবে রসাতল উজির নাজির সব পলাবে, থাকবে নাকো বল। পাঁচটি বছর কেটে গেলে আসবে আবার ভোট দু চার পয়সা খরচ করব,হব আবার জোট।

টাকা নিয়ে কয়েকটা দিন করবে কাড়াকাড়ি, ভোট নিয়ে চলে আসবো,এইতো বসত বাড়ি। রাজা উজির নাজির মিলে দেশটা লুটে খায়, প্রজার কথা ভাবে নাকো সুখে দিন কাটায়। লন্ড ভন্ডের কান্ড করে হচ্ছে ডিজিটাল হাহাকারে মরছে মানুষ হচ্ছে বেসামাল। মুখের বুলি কুলি করে ,চলে নাকো দেশ, জনগনের দুর্ভোগ নিয়ে চলছে ভালোই বেশ। রাজা উজির মন্তী নাজির সবাই ডিজিটাল, দেশ চালাতে খাচ্ছে হিমসিম সবাই বেসামাল।

রাজা উজির নাজিরের দেশ,আমরা হলাম ফাঁকা যেমন করে চলেরে ভাই রেলের দুটি চাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.