পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম
অলস দূপুরে
হৃদয় শব্দের তালে ছুটে চলছে ঘড়িটা
জানালার বাইরে তাকিয়ে থাকা চোখ আমার
নিজে ও জানেনা
মুগ্ধ চোখে আকাশের নীলের গভীরতা মাপছে
নাকি উদাসী মন তার জীবনের হিসাব মিলাচ্ছে ,
ওপাশে একটি বাড়ির জানালার পর্দা
মৃদু মৃদু দুলছে
যেমন করে দুলতো মায়ের শুকোতে দেওয়া শাড়িটা
কাছে গেলেই বাতাসের ঝাপটায়
চোখ মুখ ছুঁয়ে যেতো এক গভীর মমতায় ,
বাতাসের গায়ে ভেসে বেড়াতো মাটির স্নেহ ,,
প্রজাপতির সোনালি পাখার মতো ঝরে পরেছে
আমার সোনালি দিন গুলো
সেই মা সেই মাটির হাজার হাজার সন্তানের ভিড়ে
হারিয়ে গেছি ক্ষুদ্র আমি ,
আজ ও পথ চলতে চলতে ক্লান্ত হয়ে
একটু স্নেহ পাবার আশায় হাতড়ে ফিরি মায়ের আঁচল
গভীর আবেগে নিরাশা আচল পেতে দেয়
অভিমানি মন সেই আচলে মাথা রেখে
দম বন্ধ হয়ে পরে থাকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।