আমাদের কথা খুঁজে নিন

   

খাচ্ছি হাবু ডুবু

কবিতা মনের কথা বলে।

সকাল সন্ধ্যা বেজায় ব্যস্ত কাজের নাইকো শেষ, দুপুর গড়িয়ে এল রজনী পেলাম শুন্য অবশেষ। কাজের ভারে হাবু ডুবু সারাটা দিন ভর, গল্প ছড়া কবিতা গানে করছে তর তর। হাটছে বসছে খাইছে নাইছে হিসেব কষে না কভু, সদাই নাকি কাজের চাপে খাচ্ছে হাবু ডুবু। বেতন নিয়ে সর্বদা যে চিন্তা কেন কর, কাজের মাঝে মনটা দাও, হতে পার বড়। মোবাইল নিয়ে দিনভর কত কথা হয়, কাজের আলাপ এলে পরে,কানে জ্বর লয়। কাজের চাপে,ফাকির চাপে মন কভু না বসে, এমনি করে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আসে। কাজের মাঝে গল্প কবিতা, অনেক বেশী কর, হাবু ডুবু খেলেও ভাই হইও না জড়সর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।