আমি আমার পৃথিবীর রাজা
কলেজ লাইফে রাস্ট্রবিজ্ঞানের সংজ্ঞা যা শিখেছিলাম তাতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান মিলে না। আসলে যে কোনটায় মিলে তাও বুইঝ্যা পাই না। গত কয়দিন আগে মান্নান ভুইয়া মইরা গেলো। লোকটারে নিয়া কেউ তেমন কিছু কইলো না। অথচ আমরা তার ছাত্র জীবনের রাজনীতির কথা একবার স্মরণ করলাম না! তিনি একটা কথা কইছিলেন- 'আমরা রাজনীতি করতাম দেশের জন্য, আর এখন ছাত্ররা রাজনীতি করে টাকার জন্য বড়জোর দলের জন্য।
' এই কথার সত্যতা প্রথম হাতে নাতে পাই জোট সরকারের আমলে এক বিয়ের প্রস্তাব শুনে। তার আগ পর্যন্ত পাত্রের নানান রকমের যোগ্যতা শুনেছি, দেখেছি। কিন্তু ঐবারই প্রথম শুনলাম পাত্রের যোগ্যতা পাত্র ছাত্রদল করে আর কিছু করে না! আর এইবার তো আরও বড় অভিজ্ঞতা। হাসিনা খালেদারে কয় নাকে খত দিতে। একটা দেশের প্রধানমন্ত্রী তার দেশের প্রধান বিরোধিদলীয় নেত্রীরে যে কথা কইলো তাতে কার সম্মান বাড়লো? একটা প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রীকে যদি সম্মান দিতে না পারে, তাইলে দেশের জনগনরে কেমনে তাদের দেয়া ভোটের সম্মান দিবো?
আসলে আমাদের দেশের রাজনৈতিক দর্শনটা কি? একটু জানতে ইচ্ছা করলো হঠাৎ।
এইভাবেই আর কয়দিন? চার বছর পর আবার একটা নির্বাচন হইবো। তার পাঁচ বৎসর পর আবার! কিন্তু হাসিনার পর খালেদা। কেউ মরলে তাদের পোলাপাইন আইসা আমাগোর পোলাপাইনরে চালাইবো! আমরা কি আমাগোর সকল প্রজন্মের নেতৃত্ব তাদের হাতে বেইচ্যা দিলাম নাকি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।