আমাদের কথা খুঁজে নিন

   

আপনার s40 মোবাইলকে s60 মোবাইলে পরিনত করুন।



ভূয়া নয় একেবারে সত্য কথা। এখন আপনি আপনার জাভা সমর্থিত সেটকে সহজেই সিমবিয়ানে পরিনত করতে পারবেন। সিমবিয়ান সেটে যেমন একসাথে অনেকগুলো সফটওয়ার চালানো যায়, ঠিক সেই ভাবে আপনি আপনার জাভা সেটেও অনেকগুলো এপ্লিকেশন একসাথে ব্যাবহার করতে পারবেন। তার জন্য প্রথমে আপনাকে http://multime.org সাইটে registration করতে হবে। এরপর add midlets এ ক্লিক করুন এখানে আপনি আপনার পছন্দের সফটওয়ারটি লিংক অনুসারেও আপলোড করতে পারবেন।

এবার যতগুলো ইচ্ছে সফটওয়ার একসাথে আপলোড করুন। এখন my project এ ক্লিক করুন এখান থেকে new project তৈরি করুন এবং multime এর বদলে আপনার সফটওয়ারটির নাম দিন। generic ভার্সনকে light ভার্সনে পরিনত করুন। certificate no কে exp এ পরিনত করুন। এবার midlets add করে build এ ক্লিক করলেই আপনার প্রিয় .jar .jad সফটওয়ারটি পেয়ে যাবেন।

এখন download করুন আর minimize করে উপভোগ করুন। (বি:দ্র: কিছু কিছু জাভা ফোনে 1mb এর উপরে সফটওয়চার ডাউনলোড করা যায় না তাই সেসব সেটের জন্য ২ থেকে ৩ টি সফটওয়ার use করাই )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.