আমাদের কথা খুঁজে নিন

   

নিকটবর্তী

কবিতার ছেলে।

কত নিকটবর্তী তুমি,সহস্র মানুষের ভীড়ে – কত পরিচিত মুখ একখানা। তবু কেন লোকমুখে এত সংশয়, তবু কেন দু হৃদয় মিশে যেতে এতটাই মানা? সহস্র বছর পরে সহসা কি হলো বল, কেন তুমি এত চঞ্চল। উচ্ছাস বুকে নিয়ে লাজ-মান সব ভুলে প্রেমাকাশে আজি কি’গো রোদ ঝলমল। হয়তো বা ভুল করে মোহে পরে উদাসীরে শুধুশুধু ভাব তুমি ক্ষণকাল বেলা; কতটুকু জান তারে, কতটা সে ভবঘুরে তবু কেন তোমার এই শিশু-শিশু খেলা? কত নিকটবর্তী তুমি সহস্র মানুষের ভীড়ে স্বপ্ন তোমার যত হয়ে যাক বাস্তব ইচ্ছেগুলো ছুটে যাক কবুতর নীড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.