আমাদের কথা খুঁজে নিন

   

কলির যুগে বলির মালা!

পাথরের উপর চোখের জল ফেলো না তোমার চোখের জলটাই নষ্ট হবে পাথর ভিজবে না !

রাত্রি আমি তোমার সঙ্গে যাব নেবে তো আমায়...... পৃথিবীর সব আলো তুচ্ছ মনে হয় বিবর্ণহীন সব কিছু দেখায় আলো আমায় ঝাপসা দেখায় জীবনের ছন্দকে করে দেয় ছন্দ পতন? রাত্রি আমি তোমার সঙ্গে যাব নেবে তো আমায়....... নিঝুম আন্ধকারে আনমনে হয়ে ওঠি বিদ্রোহী কল্পনার সাত রঙ্গা পাখা মেলে হয়ে যাই বীর পুরুষ ক্ষমতার শাসনে ভেঙ্গে দেই সমাজের সব পাপ পঙ্কিলতা ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে জন্ম নেয় সুন্দর এক সভ্যতা! তাই আর আলো দেখি না দেখি না কোন ঘূণে ধরা সমাজের কঙ্কাল মূর্তি, যেখানে মায়ের সামনে ধর্ষণ করা হয় তার মেয়েকে!! মানবতা ভূলুন্ঠিত হয় প্রতি পদে পদে?? সেই সূর্যের আলো আর দেখতে চাই না দেখতে চাই না আর এমন নিকৃষ্ট দৃশ্য। নাবালক শিশুর সামনে বাবার উপর নিষ্ঠুর অত্যাচার শরীর বিক্রি করে অন্ন যোগান দিতে হয় আমেনাকে এ দৃশ্র পট কোন নাটকীয়তা নয় নয় কোন গল্প এ যে কলির যুগে বলির মালা। রাত্রি আমি তোমার সঙ্গে যাব নেবে তো আমায়....... বদরুল ইসলাম প্রিন্স সিলেট-০১/০৮/২০১০খ্রিঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।