আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি
কলি যুগের কৃষ্ণ-রাধা
অনলাইনে খেলে হোলি
তাদের কথা আস্ত-আধা
কোনটা রেখে কোনটা বলি।
মেসেঞ্জারে মেসেজ পাঠায়
ফেসবুকেরই ওয়াল ভরা
কৃষ্ণর রাধা, রাধার কৃষ্ণ
আছে কিন্ত হাজার জোড়া।
কৃষ্ণ বলে লেট’স সেলিব্রেট
আজকে গিয়ে কে এফ সিতে
রাধা বলে বুকড গো আজি
যাব যে হোলির ডিস্কোতে।
রাধা বলে জানুরে আমার
নাইতো যে ঘাগড়া, চোলি
জিন্স পরে কেমনে খেলুম
ডিস্কো-ডি জের এই হোলি।
আজ যদি দাও কিনে তবে
রাখব এই বিকেলটা ফ্রি
কেনাকাটার পরেই না হয়
লং ড্রাইভের ঘোরাঘুরি ।
কৃষ্ণ যে নয় অত্তো বোকা
অপশন তার আছে আরও
ফ্রি এলে আসতে পারিস
গিফট দেইনা আমি কারও।
কলির কৃষ্ণ-রাধার লীলা
ইন্টারনেটে চলছে যে বেশ
হাই বলে আর বাই বলেই
লীলা-খেলা একদিনেই শেষ।
মেসেঞ্জারে হয় যে ব্লক আর
ফেসবুকেতে করে ডিলিট
নতুন রাধা নতুন কৃষ্ণর
শুরু আবার নতুন পি্রিত।
আগের রাধা বোকা ছিল
থাকত যে ঘরের কোনে
তাইতো কৃষ্ণ খেলত হোলি
হাজার শত গোপীর সনে।
কলি কালের রাধা-কৃষ্ণ
ডিজ়িটালের লেটেস্ট বলে
কয়েক ডজন কৃষ্ণ রাখে
আপগ্রেডেট ঢং আর ছলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।