আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি যেন খন্দকার দেলোয়ারেরই এক মূর্ত প্রতীকে পরিনত হয়েছে।

জেলখানাতে যাওয়া প্রত্যেক বালেগ নর-নারীর জন্য অবশ্যই প্রয়োজনীয়।
বিএনপির মত দল যেখানে সরকারের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদের আন্দোলন জমাতে ব্যর্থ সেখানে গার্মেন্টস শ্রমিকরা তাদের দাবী আদায়ে অনমনীয় ভুমিকা অনেক কে করেছে আশাবাদী এই ভেবে যে শ্রমিকরা তাদের দাবী আদায়ের ব্যাপারে সচেতন হয়েছে, আবার অনেকে এটাকে বলছে বিরোধী দলের কাজ, কেউবা বলছে ভারতের ষড়যন্ত্র। তবে যেটাই হোক গার্মেন্টস শ্রমিকরা যে সরকারের জন্য মহা মাথাব্যাথার কারন হয়ে দাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। তবে সাথে সাথে বিএনপির জন্য করুনা হয় কারন তারা নাকি কোটি কোটি সমর্থকদের দল। অথচ একটা মিছিলে ২০০-৩০০ লোকও জড়ো করতে পারেনা।

আর আন্দোলন সেটাতো সূদুর পরাহত। দল যেন পরিনিত হয়েছে মুসলিম লীগে। ঘরোয়া আলোচনা আর মুক্তাজ্ঞনে সমাবেশ এই হলো বিএনপির প্রধান কাজ। বুড়ো নখ-দর্পহীন সিংহের ন্যায় খন্দকার দেলোয়ারের প্রত্যহিক হুশিয়ারী ......""আমরা কি ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারকে আর সময় দিতে পারি বন্ধুগন??"" কথা শেষ করে তিনি বাসায় চলে যান আর বিক্ষোভ মিছিল বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। লজ্জা বিএনপি তোমার জন্য শুধুই লজ্জা।

বিএনপি যেন খন্দকার দেলোয়ারেরই এক মুর্ত প্রতিকে পরিনিত হয়েছে। তাই আমার মত বতমানে দেশের প্রধান বিরোধী দল হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্যজোট। আজকের খবর- আশুলিয়া রণক্ষেত্র, এসপিসহ আহত দেড় শতাধিক গতকালের খবর- তেজগাঁও, মহাখালী, গুলশানে পোশাকশ্রমিকদের বিক্ষোভ দোকান ব্যাংক গাড়িতে ব্যাপক ভাঙচুর
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.