আমাদের কথা খুঁজে নিন

   

মাত্র সাড়ে ছয় হাজার টাকায় ৭” এন্ড্রয়েড ট্যাব এবং ডুয়াল সিম মোবাইল

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   মাত্র সাড়ে ছয়হাজার টাকায় ট্যাব এনে আলোচনার কেন্দ্রে আসা ম্যাক্সিসটেল এখন একই দামে ৭” এন্ড্রয়েড ট্যাবের সাথে একদম বিনামূল্যে দিচ্ছে একটি ডুয়েল সিম মোবাইল। কিছুদিন আগে ম্যাক্সিসটেল বাংলাদেশের গুলশানের অফিসে এই ঘোষণা দেওয়া হয় যা এখন সর্বত্র পাওয়া যাচ্ছে।

এই অফারে ম্যাক্সপ্রো ৭” ট্যাবলেটের সাথে পাবেন ম্যাক্সিস বি১৬০ হ্যান্ডসেট শুধুমাত্র ট্যাবলেটটির আগেরই দামে। ম্যাক্সপ্রো ট্যাবটি এন্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচে চলে। এটি চালাতে থাকছে ৫১২মেগাবাইট র‍্যাম, ৪জিবি রম এবং ১.৫জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করায় এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। ট্যাবটি ২জি এবং ৩জি মোবাইল নেটওয়ার্ক সাপোর্ট করে এবং আছে ভিজিএ ক্যামেরা।

এবং এর সাথে ট্যাবটির কভার পাউচ পাবেন। অফারটির সাথে পাওয়া ম্যাক্সিস বি১৬০ মোবাইল ডুয়েল সিম সাপোর্ট করে। এতে থাকছে ভিজিএ ক্যামেরা, এমপি৩, এমপি৪ মাল্টিমিডিয়া ফিচার। মোবাইলটি ৮জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। এছাড়াও এতে থাকছে ব্লুটুথ এবং টর্চ।

অফারটি ছাড়া শুধুমাত্র এই সেটটি বাজারে পাবেন ১,২০০টাকায়। ওয়ারেন্টি সংক্রান্ত ব্যপারে যোগাযোগ করতে পারেন ম্যাক্সিসটেলের গুলশান ১এর অফিসে। এছাড়া যোগাযোগ করতে পারেন তাদের হটলাইন ০১৬৭৮৬৬৬৬৬১ নাম্বারে। এ ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

এছাড়া ভালো লাগা জানাতে ভুলবেন না, ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.