একা বড় একা
মাঝে আমার কিছু একটা হয়েছিল । খুব কাব্য রচনা চলছিল কিছুদিন , versity তে ভর্তি হওয়ার পরপর ই হয়েছিল এমন অবস্থা । সে অবস্থার একটা কবিতা দিয়েছিলাম আমার দৈনিক কর্মকান্ড ((কাল্পনিক)) ব্লগ এ((এ ব্লগ টির century পুরন করার জন্য reader দের অনেক অনেক ধন্যবাদ)) । ওটা ছিল অনেক টা ২য় পত্রের মত । কারন আজকে যেটা দিচ্ছি সেটা প্রথমে লেখা এবং দুইটাই একই চিন্তা প্রসূত ।
আগে একবার এটা পড়ে আবার উপরল্লেখিত ব্লগ এর কবিতা টা পড়ে দেখতে পারেন । আজ এই কবিতাটি facebook এর note এ যেভাবে দেয়া ছিল সেভাবে দেওয়া হলো......((উল্লেখ্য যে উল্লেখিত সময়ে এই কবিতা টা সমাপ্ত করা হয় ...))
অন্ধকারের আগ্রাসন:অশ্লীলতার চক্র
---ফয়সাল ইবনে মিজান 'Ray'
---রাত ২ টা বেজে ১৫ , ২২শে মার্চ , ২০১০ ইং
মধ্যরাতে এমন এক নিষিদ্ধ বিষয়ের স্বপ্নে হই বিভোর ,
যা নিয়ে চিন্তা করাটা দিনের বেলাতে পাপ ,
পদধূলি রেখে যায় একে দিয়ে যায় হৃদয়ে স্বাক্ষর ,
রেখে যায় অন্তরে ছাপ।
রক্তক্ষরণ শুরু হয় , কিছুক্ষণের ভিতর জায়গাটা ভিজে উঠে।
তাকে থামাবার কোনো চেষ্টা নেয়া হয় না।
অশ্লীল স্বপ্নটাকে ভেঙ্গে দিতে , ঘরে প্রবেশ করে সূর্য ,
হঠাৎ সূর্যের আগ্রাসন ঘটে কর্ণিয়া তে ,
সে ছোটো হতে থাকে।
শয্যা ছাড়ি ।
মাটি ফুড়ে জন্তুটি পৃথিবীতে বের হয়ে আসতে থাকে ।
ভ্রমণে বের হয় সে ।
উদ্দেশ্যহীনতা নয় , গন্তব্য নয় বেশী দুরে তার।
উপস্থিত হয়ে এক রাশ ফুলের সাথে পরিচয় ,
বেমানান আমি , অসুন্দর আমি , অভাগা আমি ।
সেই ফুলগুলোর সাথে চলতে থাকা ,
হাসি , ঠাট্টা , খেলা ।
অন্ধকারে থাকা অসুন্দর হয়েও ,
সুন্দর আর সুন্দরের স্বপ্ন দেখি ।
অন্ধকারে থেকে যায় শুধু খারাপ ,
আর অশ্লীলতা ।
অবুঝ আমি , বোকা আমি ।
তারপর ; তারপর আবার ভ্রমণ ,
উদ্দেশ্যহীনতা -কে সঙ্গী করে ,
হাটতে থাকি কোনো অজানা গন্তব্যের দিকে ।
হয়তোবা বসে পড়ি কোথাও হঠাৎ।
ক্লান্ত আমি , ক্ষান্ত আমি , পরিশ্রান্ত আমি।
রক্তে ভিজে জায়গাটা আরেকবার , রক্ত যায় শুকিয়ে ,
শুকায় না ক্ষতটা মনের।
আগুনের লেলিহান শিখা , জ্বলজ্বর সেখানে হৃদয়ের ,
আগুন দাউ দাউ জ্বলতে থাকে।
এর মাঝে অনেকের অশ্রুসজল চোখ , দাবিয়ে দেয় প্রজ্জ্বলিত শিখাটাকে।
অনল সে বিরতি পায় , কিছু মুহূর্তের।
ফেরত আসে সে পুরোনো শয্যায়
পরিনতি পায় চিন্তা। অশ্লীলতায়।
খারাপ আমি , অশ্লীল আমি।
শেষ হয় একটি দিনের চক্র , চলতে থাকে এভাবে প্রতি মুহূর্ত।
মনের ক্ষতটা কখনও , একটু বেশি পরিমানে জ্বলে ওঠে ।
পৃথিবী অবিরত চলছে , তার আপন আহ্নিক গতিতে।
সুন্দর , শ্লীল সে।
কখনও জাগ্রত , কখনও ঘুমন্ত ,
চিন্তামুক্ত ; চিন্তামুক্ত। ।
আজকাল নতুন কি লিখবো ভেবে পাই না তাই facebook এ লেখা note ব্লগ এ , আর ব্লগ এর পোস্ট গুলি ফেসবুক এ নোট হিসেবে দিচ্ছি । হয়তো বা নতুন কিছু লিখব কিছুদিনের মাঝে । আবার লেখা হবে অন্য কোন দিন , সে পর্যন্ত ,
বিদায় ,
রাতুল/'Ray'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।