আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের পৈশাচিকতাকে আবারো মনে করিয়ে দিয়েছে শার্শার জামাতপন্থি একটি চক্র এক বীর মুক্তিযোদ্ধাসহ দু’জনকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা

আপাতত কিছু বলবোনা

দেওয়ান মোর্শেদ আলম/ফয়সল ইসলাম : একাত্তরের ঘাতকরা এখনো তৎপর তার প্রমাণ রেখেছে যশোরের শার্শার বসতপুর গ্রামের একটি রাজাকার চক্র। গতরাতে তারা এক বীর মুক্তিযোদ্ধাসহ দু'জনকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে একাত্তরের পৈশাচিকতাকে আবারো স্মরণ করিয়ে দিয়েছে। মূমুর্ষ অবস্থায় পেট্রোলদগ্ধদের যশোরের কুইন্স হসপিটালে ভর্তি করা হয়েছে। গতকাল যশোর চৌরাস্তা মোড়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড আয়োজিত সমাবেশে যোগদান শেষে সন্ধ্যায় শার্শার বসতপুর গ্রামের মৃত তোবারক আলী খানের ছেলে বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী খান (৬৫) বাসযোগে বাড়ি যাচ্ছিলেন। রাত সোয়া ৯টায় বসতপুর বাজারে বাসটি থামলে তিনিসহ অন্য মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ বাস থেকে নামেন।

ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের দুদু মিয়ার ছেলে জামায়াত-বিএনপি পন্থি কামাল ও তার সহযোগীরা অতর্কিতভাবে মুক্তিযোদ্ধা ইসাহাক আলী খানকে উদ্দেশ্য করে পেট্রোল নিপে করে। পরে দুর্বৃত্বরা আগুন লাগিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন একই গ্রামের রবিউল ইসলামের ছেলে আওয়ামী লীগ কর্মী আলমগীর হোসেন (২৭)। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ সুপার দিদার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান, এ এস পি (সার্কেল-ক) এস এম শফিউল্লাহ শফি হাসপাতালে যান।

অপরাধীদের ব্যাপারে নিশ্চিত হয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট থানা পুলিশকে তাদের আটকের নির্দেশ দেন। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় মুক্তিযোদ্ধারা রাজাকারপন্থি ওই দুর্বৃত্বদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল সমাবেশের প্রস্তুতি নিয়েছে। আজ মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের পক্ষ থেকে কর্মসূচি দেয়া হতে পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।