আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের গল্প

অযোনীজাত বৃক্ষের শরীরে প্রবাহিত হয় না দেবাসুরের সংকর রক্ত বৃক্ষেরা করে না কখনো মিথ্যের বেসাতী। ভূমিপুত্র ওরা, শান্তসৌম্য সত্যের অবতার। ইতিহাস সাক্ষী শতবর্ষী বটবৃক্ষকে বলেছিলাম, 'মুক্তিযুদ্ধে যাইনি আমি, মুক্তিযুদ্ধ আমি দেখিনিও; তুমি একাত্তরের গল্প বলো-' বাঙ্ময় হয় মৌনঋষি। ফিসফিসিয়ে বলে আমায় 'একাত্তরের গল্প? সে তো মহাভারত গাঁথা! আমি শুধু এতোটুকুই বলবো- মুখোশে মুখোশময় অভাগা এ দেশ। বেনিয়া লুটেরা বড়ই ঘড়েল তিলেতিলে খাচ্ছে চিবিয়ে একাত্তর খোয়াবনামা। একাত্তর কি হয়েছে এখনো শেষ!' সহসা দমকা হাওয়া, ঝরে পরে কিছু সবুজপাতা সংবেদী বৃক্ষও কি ফেলে গেল দীর্ঘ্যশ্বাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।