একাত্তরের কথা শুনেছি রক্ত গড়িয়ে নদীর স্রোতে বয়েছে একাত্তরে, বাতাসে ভেঁসেছে হাহাকার স্বরে আর না,আর না ওরে! শোনেনি ঐ হায়নার দল করেছে তান্ডব খেলা, মজলুম জনতা গর্জে উঠেছে ধৈর্য্য শেষের বেলা। রক্তে ভেজা পতাকা তুলে সামনে চালায়ে গতি, প্রবল বাধায় জ্বেলেছে তাঁরা বাংলা নামক জ্যোতি। ৩০ লক্ষ বাঙালী তাঁদের জীবন বিনিময় করে, পরাধীনতার শিকল ছিঁড়েছে একাত্তরের পরে। সেই ইতিহাস মোদের কাছে আজি কষ্টে গাঁথা, রক্তে রাঙা হৃদয় ভাঙা একাত্তরের কথা। ................ আনোয়ারুল মুহছেনীন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।