আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের লাশ "

একাত্তরের লাশ .............................. পথে আমার রক্তাক্ত লাশ পড়ে রয় কেউ ধরেনা , পাছে যদি রক্তের লাল দাগ লেগে যায় তার দেহে । আমি আজ নিতান্ত ছাপোষা একজন ইচ্ছে হলে আমায় দিতে পারো তোমরা যা খুশি গালি , আমি দাঁড়াবোনা, প্রতিবাদ করবোনা শুধু চুপচাপ পড়ে রবো লাশ হয়ে - মাটির ওপর । । আমার বুকে এখন আর শ্বাস-প্রশ্বাসের খেলা চলেনা এখন আমার গায়ে-মুখে বসে পোকামাকড়ের বাস , খাবলে খুবলে খাবে হয়ত শকুন হয়ত পঁচবো পড়ে থেকে ।। আমি আজ নিথর , নিস্তব্ধ কেউ আমায় তুলেনা তার ঘাড়ে , এক একজন আমার পাশ দিয়ে চলে যায় হয়ত কখনও দেখে আমায় পাশ ফিরে , কিন্তু কেউ আমায় তুলেনা কেউ আমায় দেয়না এক ফোঁটা জলের স্বাদ । আমি আজ অনেক লাশেদের ভিড়ে হারিয়ে যাওয়া- একটি অতৃপ্ত লাশ , যে পাবেনা এক মুঠো মাটির ঘ্রাণ- এক মুঠো মাটি ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।