আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের জননী



এক হাজার একদিন যাপনের পদ্য , লিখেছেন এক মহীয়সী নারী সদ্য। হয়েছেন বইয়ের ফেরিওয়ালা, বই কিনবেন বই? বই কিনে কেউ হয়না দেউলিয়া; বই স্বাক্ষ্য দেয় সত্য কথার স্বাধীনতার বিভীষিকার , একজন নারীর সম্ভ্রম হারানোর; একজন মায়ের সন্তান হারানোর; বুলেটে ঝাঝড়া শত শহীদের রক্ত ঝড়ার। নয়মাস রক্তক্ষয়ী বেদনায় সয়ে প্রসব করেছেন একাত্তরের জননী একটি শিশু নাম তার বাংলাদেশ; লালসবুজের রঙে দারুন তার ছদ্মবেশ। রমা চৌধুরী বঙ্গ জননী; ভিক্ষে নেন না তিনি। সামর্থ্য আছে তার তাই তার মাথা নয় নোয়াবার।

কষ্টে ক্লেশে জীবন সংগ্রামে কেটেছে তার বেশ দারিদ্ররে গলায় পরে চোখে একেছেন দারুণ স্বপ্ন স্বনির্ভর বাংলাদেশ। হাত পাতেন না তিনি ঋণ নিলে দারুন ছোট হন যিনি। ঋণ সে তো পরাধীনতা .এসত্যটা উপলব্ধ তার; স্বাধীনতার মূল্য কি তা জানেনি এখনো মানুষেরা বাংলার। বসে থাকতে নেই; কঠোর পরিশ্রমে স্বার্থক হবে দেশ স্বাধীনতার কাঙ্খিত ফল মিলবে তাহলেই। বই কিনবেন বই কোন এক জননী একাত্তরের যিনি হয়েছিলেন এক বীরাঙ্গণা; এটা সুনিশ্চিত জানবেন বই কিনে কেউ দেউলিয়া হয় না।

--------------------------------- উৎর্স্গ ঃ-একাত্তরে নির্যাতিতা জননী রমা চৌধুরী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।