আমাদের কথা খুঁজে নিন

   

করিডোরে বাধা চাদ

sorry vai করিডোরে বাধা আছে একফালি চাদ, তারে ছেড়ে দেব কোন এক অমাবশ্যার রাতে তোমার আধার হাতড়ে খুজে আনতে আমার ফেলে আসা অবহেলিত প্রেম। আমার জোস্নামগ্ন কাল, দীর্ঘায়িত কেবল সে অমাবশ্যার আ'শে, কখন সে আসে চাদটারে খুন করে, রক্তাক্ত চাদের কাফন ডিঙিয়ে কেবল আমারেই নিতে তোমার সে স্মৃতির কাছে। আমি ভুল রমনী বলে চিতকার করেও ভুল দরজা জেনেও কড়া নাড়ি, আমি শীতবস্ত্রের মত করে আমার স্মৃতির গরল জড়িয়ে ধরি সে কি প্রবল উল্লাসে। আমি শবের কাছে জিজ্ঞেস করি আমার শত্রু গোলাপ কেমন আছে। আমি সিন্ধুপাড়ে দাড়িয়ে থাকি রবীঠাকুরের পাশে, জোস্না নয় সে অমাবশ্যার অপেক্ষায়।

কবি মৃদু হাসে আমারে দেখে। আমি পরিহাস করে সে হাসিরে তারে তুচ্ছ করে নিখিলের কাছে আমি অবাক তাকাই আমার দূর দিগন্তে, যেখানে অমাবশ্যা উদিত হবার কথা কোন শুক্লা দাদশীর রাতে। আমি অবাক চেয়ে দেখি সেখানে অমাবশ্যার বদলে তোমার স্মিত হাস্যমুখ আর সমুখে রবীঠাকুর। আমি আমার চাদটারে আরো একবার আটকে দেই বুকের কাছে, আমার দহনকালে আমার চাদটা কেবল হাতড়াতে যায় ভুল তিথিতে ভুল সে আকাশ। আমি আটকে ফেলি তুফান কোন আদেশ দিয়ে।

আমি করিডোরেই বেধে রাখি আমার সে একফালি চাদ, কেননা, তুমি আজ একটা অমাবশ্যাও আর দাওনা আমাকে । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।