সত্য প্রকাশে আপোষহীন
ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে পোশাকশিল্পের শ্রমিকেরা বিক্ষোভ করছে। পোশাকশিল্পের ভবিষ্যত এখন হুমকির মুখে। এ নিয়ে আমার কিছু চিন্তা শেয়ার করলাম-
১) বর্তমানে শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭০০ (প্রায়)। এ পরিমান অর্থ দিয়ে একজন মানুষের বেঁচে থাকা খুবই কষ্টকর। পেটের তাগিদে অনেক পোশাকশিল্পের পুরুষ শ্রমিকেরা চুরি-ডাকাতিও,খুনের সাথেও জড়িত হয়ে পরে।
আর মহিলা শ্রমিকেরা অনেকে দেহ ব্যবসায় এবং অসামাজিক কাজে জড়িয়ে পড়ে।
অধিকাংশ সময় পোশাকশিল্পের শ্রমিকেরা মাসের প্রথমে বেতন পায় না। এমনকি ২-৩ মাস পর এক মাসের বেতন দেয়া হয়। তারা কিভাবে চলবে।
২) বাংলাদেশের পোশাকশিল্পের প্রসারের পিছনে সবচেয়ে বড় অবদান আছে “সবচেয়ে কম শ্রমিক খরচ”।
আমেরিকার ওয়ালমার্ট এবং বিশ্বের বিভিন্ন কোম্পানি এ জন্যই বাংলাদেশ থেকে পোশাক আমদানি করে থাকে। রাজনৈতিক কারন, পোশাকশিল্পে অস্থিরতার পরেও বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে কাজ পেয়ে আসছিলো “সবচেয়ে কম শ্রমিক খরচ”-এর গুনে। কিন্তু পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করা হলে অনেক বিদেশী কোম্পানিই বাংলাদেশ থেকে পোশাক আমদানি করবে না কারন তাদেরও খরচ বেড়ে যাবে।
৩) বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতায় সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশের বন্ধু ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম। বাংলাদেশকে এখনই ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম-এর সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হচ্ছে।
কিন্তু হয়ত এটা কিছুদিন পর সম্ভব হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।