আমাদের কথা খুঁজে নিন

   

প্রার্থনা করি, ভাল থেকো! [ছন্দহীন প্রলাপ]

কে বোঝে কতটা বিষন্ন অনন্ত এই চন্দ্রায়ণ

আলোতে তোমার বসবাস আমি জানি, আমি জানি তোমাকে! আরো জানি তোমার আলো কতদূর পর্যন্ত পৌঁছাতে পারে! আমি না হয় অন্ধকারেই রয়ে গেলাম! এই তো ভাল যে তোমাদের আলোর দুনিয়ার চোখ ধাঁধানো মিথ্যেতে আমাকে আমার চরিত্রের রচনা লিখতে হয় না প্রতি মুহূর্তে। না হয় আমি তোমাদের মত সুখী নাই বা হলাম! নাই বা পেলাম তোমাদের মত অবসর কাটানোর সঙ্গি! নাই বা হলো কেউ আমার,আমিও না হয় করো নাই বা হলাম, তাতে কি এসে যায়? অন্ধকারেই আলোকে ভাল করে চেনা যায়! তাই তো এ আঁধারে আমি আরো ভাল করে তোমাকে আর তোমাদের সবাইকে চিনলাম। কত যে বিচিত্র আলোর ছটা, কত যে রঙ তা তোমাদের মুখের দিকে চাইলেই বোঝা যায় সহজে! তবে কি জানো, তোমাদের কোনটা যে আসল চেহারা সত্যিই বোঝার কোন উপায় নাই!! অপর দিকে এই দেখ আমি আঁধার,আমার একটাই রং কালো। তোমাদের মত কেউ আমাকে চায় না! নিজের চেহারা আর চরিত্র পরিবর্তনের কোন সুযোগও নেই আমার!! তবুও............. এখন এখানে এই আমাকে বড় সুখী মনে হয়! কেন জানো? যখন শুনি তুমি,তোমরা ভাল আছো,সুখে আছো.. সত্যি বলছি বড় আনন্দ হয়, বড় ভাল লাগে আমার! আমি না হয় তোমাদের কেউ হতে নাই বা পারলাম! তোমাদের দুনিয়ায় না হয় আমার অধিকার নাই বা থাকলো! তবুও তোমাদের সুখে আমি যে বড্ড সুখ বোধ করি! প্রতি নিশির শেষে তোমাদের জন্য প্রার্থনা করি ঊষার প্রথম স্নানে তোমাদের সুখের আলোক রশ্মি যেন চিরদিন সীমা পেরিয়ে যেতে পারে, মহাসুখেরও সীমাও... প্রার্থনা করি...ভাল থেকো!! (October ‎19, ‎2009) [ছবি: ইন্টারনেট]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।