আমি কিছু জানি না......
জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে গত সপ্তাহে ফরিদপুরে মিছিল, গুলিবর্ষণ, ঢাল-সড়কি নিয়ে প্রকাশ্যে মহড়ার ঘটনায় জেলার সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পাশাপাশি সৃষ্টি হয়েছে গভীর হতাশার।
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন অবিলম্বে জেলা কমিটি ভেঙে দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করে সমস্যার আশু সমাধানের জন্য দলীয় প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন।
গত সপ্তাহের ঘটনার বিষয়ে শহরের গুহলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা স্বাস্থ্য বিভাগের কর্মচারী মুমিনুল হক (৫২) বলেন, ‘আমরা আশাহত। দেশের সার্বিক পরিবর্তন হবে বলে আওয়ামী লীগকে ভোট দিয়েছিলাম।
ক্ষমতাসীন দলের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশা করি না। ’ ব্যাংক কর্মচারী ও শহরের পূর্বখাবাসপুর এলাকার বেল্লাল হোসেন (৫৪) জানান, যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে তারা সবাই হতাশ। এ হতাশা দূর করতে অপরাধীদের শনাক্ত করে কঠিন পদক্ষেপ নিতে হবে। অরাজকতা বন্ধ করতে হবে।
শহরের ঝিলটুলী এলাকার আহম্মেদ ফিরোজ (৫৫) বলেন, ‘ডিজিটালের কথা বলে আওয়ামী লীগ মধ্যযুগে ফিরে গেছে।
’ শহরের গোয়ালচামট মহল্লার মোল্লাবাড়ি সড়ক এলাকার বাসিন্দা তিতুমীর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মোসলেম (৬০) বলেন, যা ঘটছে তা মোটেও ভালো হচ্ছে না। মানুষ হতাশ হয়ে পড়েছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় কর্মকর্তা নাজমুল হাসান (৩৩) বলেন, ‘ফরিদপুরে যা চলছে তাতে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ’
আওয়ামী লীগের প্রবীণ কর্মী সদর উপজেলার শোভারামপুর গ্রামের নূরুজ্জামান খান (৭৮) বলেন, ‘আমি ৬০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দলের এ রকম সংকট এর আগে আর হয়নি।
এভাবে দল চলবে না। আওয়ামী লীগ মুছে যাবে ফরিদপুর থেকে। আমরা দলের সভানেত্রীর দিকে তাকিয়ে আছি। দেখি, উনি কী পদক্ষেপ নেন। কিছু করলে তো ভালো, না হলে সব কিছু ছাইড়া ঘরে বইসা তামুক খাব।
’
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘যে অবস্থা চলছে তা অব্যাহত থাকলে দল বাঁচবে না। সমস্যা সমাধানে অবিলম্বে সভানেত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। কমিটি বাতিল করে, দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করে যদি সমস্যার সমাধান করা যায়, আমি তাতে রাজি। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। সম্মেলন করে নতুন কমিটি করতে গেলেও অনেক সময় লাগবে।
তাই নেত্রীর জরুরি হস্তক্ষেপ চাই। ’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।