৩১ তারিখ থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, কিন্তু আমি এখনো পড়তে বসতে পারি নাই। আমার অবস্থা "মন বসেনা পড়ার টেবিলে"। পড়তে বসলেই মাথার মাঝে নানান চিন্তা আসে। আমি এমনি তে খুব একটা লিখি না। কিন্তু পরীক্ষার সময় টা আসলে নানা রকম গল্প মাথায় আসে।
এস এস সি পরীক্ষার আগে আমি অসমাপ্ত একটা উপন্যাস লিখে শেষ করেছিলাম। সেটা টিভি চ্যানেল "এন টিভি" তে জমা দিয়ে ছিলাম। কিন্তু আর খোজ নেই নাই। আমার প্রতিভার অবমূল্যায়ন(!) হয়েছিল মনে হয়। এবার ও আমি একটা সিনেমার কাহিনী প্রায় গূছিয়ে এনেছি।
এটার ও একটা গতি করার চিন্তা মাথায় এসেছে। জীবনেও মনে হয় মাথা ঠান্ডা রেখে কোন পরীক্ষা দিতে পারব না। এভাবেই আমার পরীক্ষার সময় পার হচ্ছে, হবে..................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।