আমাদের কথা খুঁজে নিন

   

আমি তোমাকে ভালোবেসেছিলাম

মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে

প্রতিমা,তুমি বিশ্বাস করো-আমি তোমাকে হারাতে চাইনি- আমার বিরহে অঝোর কান্নায় চিবুকের নিচে, মুক্ত দানার ন্যায় চিক চিক করে মৃদু স্পন্দনে দুলেছে যে ক-ফোটা জল- তোমার চোখের সেই তপ্ত অশ্রুকনার শপথ করে বলছি- আমি তোমাকে ভালোবেসেছিলাম,এখনো ভালোবাসি। তোমার কোমল হৃদয়ে আমি কখনো এতোটুকু আঘাত দিতে চাইনি, জানো?পরম স্নেহের পরশে,মায়াবী প্রেমের বন্ধনে- যে বুকে তোমার আগ্নেয়গীরি জ্বলে,ঝড়ো গতিতে বহে দীর্ঘশ্বাস, তোমার বিরোহী সে দীর্ঘশ্বাসের শপথ করে বলছি- আমি তোমাকে ভালোবেসেছিলাম,এখনো ভালোবাসি। তোমার চোখের নীল -সমুদ্র মাঝে যে গভীর ঘুর্নাবর্ত,, স্বচ্ছ কিন্তু কাজল কালো জলে-প্রস্ফুটিত যেথা স্বর্নকমল, বাঁকা চাহনিতে আমি নিজেকে হারিয়ে হয়েছি বিলীন- তোমার সে সর্বনাশী ডাগর চোখের শপথ করে বলছি, আমি তোমাকে ভালোবেসেছিলাম,এখনো ভালবাসি। শ্রাবনের মেঘের মত ঘন অন্ধকারে ঢাকা তোমার চুলে, পরিপাটি করে সাজানো খোপাতে একরাশ বেলিফুলে- হৃদয় আমার বাঁধা পড়ে আছে,পথহারা পথিক আমি তাই- সারা দিনমান তোমায় খুঁজি,নিজেরে হারিয়ে ফেলে। তবু বিশ্বাস কর,তোমার কেশের ছায়া আমি হারাতে চায়নি, তোমার ওষ্ঠতলে যে বাদামী তিলোক রেখা আঁকা-এখনো আমার দু-চোখ সেখানেই পড়ে আছে,তোমার হাতের আলতো ছোঁওয়ায়- তোমার মধুর চুম্বনে আমি বার বার মরেছি,এখনো আছি মরে- তুমি বিশ্বাস কর প্রতিমা,আমি তোমাকে হারাতে চাইনি-কারন, আমি তোমাকে ভালোবেসেছিলাম,এখনো ভালোবাসি। নিয়তির যাঁতাকলে তুমি আমি পিষ্ঠ হয়ে,আজ দু-মেরুতে অবস্থান যে প্রেমের পুন্যবাঁধনে তুমি আমাকে বেঁধেছিলে,আমি জানি- তুমিও ভুলতে পারনি,তুমিও চাওনি আমাকে ভুলে যেতে, তোমার সেই পবিত্র প্রেমের শপথ করে বলছি-আমি তোমাকে একফোটাও দুঃখ দিতে চাইনি-হয়ত তুমিও চাওনি-কারন তুমি আর আমি ভালবেসেছিলাম,এখনো ভালোবাসি।void(1);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.