মনে হয় জীবনের জন্য তুমি অপরিহার্য
যেন তোমাকে পেতে, করতে পারি সব
ত্রিশ বছরের সযত্ন স্বপ্ন দিতে পারি জলাঞ্জলী
জীবনাধিক মূল্যবান লালিত আদর্শ দিতে পারি বিসর্জন
অকৃত্রিম ভালোবাসার দৃঢ় শৃঙ্খল ভেঙে ছাড়তে পারি স্বজন
প্রিয় জনারণ্য ছেড়ে দিতে পারি স্বেচ্ছা নির্বাসন
সুখ প্রাসাদের পালঙ্ক ছেড়ে নামতে পারি পথে
সম্মানের তিলক মুছে মাখতে পারি অপবাদের কালিমা।
অথচ তোমাকে কাছে পেলে মনে হয় ... মনে হয়
আমার শান্তি যেন বিষাক্ত সায়ক বেধা কাতর কপোত
ভুড়ি উল্টে আসা দুর্গন্ধময় আবর্জনায় যেন স্থায়ী নিবাস।
মধ্যাকর্ষণ শক্তিবিহীন অজানা গ্রহে অনিশ্চিত চলা
অবিশ্বাস, অন্যায় আর মিথ্যাচারের দেয়ালে ঘেরা ঘর,
জীবন হয় দুর্বোধ্য দার্শনিক তত্ত্ব, অশ্লীল অশ্রাব্য ভাষা
গতিহীন, গন্তব্যহীন আদর্শ বিবর্জিত দুঃবহ বোঝা
সৌন্দর্য, মানবতা, বিবেক স্খলিত এক ঘৃন্য জীবন।
আবার তুমি দূরে গিয়ে ফিরে এলে মনে হয়
কোনো উৎসবের দিনে সুগন্ধি মাখানো নতুন বসন তুমি
বড় ভালোবেসে যে বসন আমি অঙ্গে জড়িয়েছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।