বিশ্বের সবচেয়ে কম দামি ল্যাপটপ ধরনের কম্পিউটার বানাচ্ছে ভারত, যার মূল্য হবে মাত্র এক হাজার ৫০০ রুপি। গত বৃহস্পতিবার ভারতের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল এক সংবাদ সম্মেলনে এই কম্পিউটার তৈরির ঘোষণা দেন। তিনি একটি মডেলও সেখানে তুলে ধরেন।
ভারতের সর্বোচ্চ কারিগরি প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের গবেষক দল এই ল্যাপটপ তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ভারতের অর্থনৈতিক অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় মানসম্পন্ন শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কপিল সিবাল জানান, খুদে কম্পিউটারটি মূলত প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের জন্য তৈরি করা হচ্ছে।
বাণিজ্যিকভাবেও এটি উৎপাদনের জন্য তাঁর মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিনি বলেন, আমরা এই ল্যাপটপ তৈরির ব্যাপারে সর্বশেষ পর্যায়ে রয়েছি। সবকিছু মিলে এর মূল্য পড়বে ৩৫ ডলার। আগামী বছর নাগাদ দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম এই ল্যাপটপ ব্যবহারের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
টাচ স্ক্রিন এই ল্যাপটপ সৌরশক্তির মাধ্যমে চালানো যাবে। লিন্যাক্স অপারেটিং সিস্টেম সম্বলিত ল্যাপটপটিতে ইন্টারনেট ব্রাউজার, মিডিয়া প্লেয়ার, পিডিএফ রিডার রয়েছে এবং ভিডিও কনফারেন্স করার সুবিধা থাকছে।
সরকারি মুখপাত্র মমতা ভার্মা জানান, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় ভারতের ২২ হাজার কলেজে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করতে যাচ্ছে, যাতে শিক্ষার্থীরা এই ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।