গেরিলা কথাবার্তা
এটি ব্যক্তিগত ব্লগের বিজ্ঞাপন-নোট বলা যেতে পারে, যার কোন নৈতি-নান্দনিক বা রাজনৈতিক গুরুত্ব নেই । ওয়ার্ড প্রেসে ব্লগটি খুলেছিলাম বহুত আগে। এইসব ব্লগাব্লগি বহুত ধৈর্যের কাজ, তখন বেশ শখের বশে এটি খুলেছিলাম সম্ভবত মাহবুব মোর্শেদের ব্লগস্পট দেখে। তারপর আর ধৈর্য হয় নি। কালকে হঠাৎ বুকমার্ক থেকে ওটি খুললাম, দেখলাম পাসওয়ার্ডও বেশ মনে আছে।
নতুন একটা থিম দিলাম, এখনো সব সেটিংস বুঝতে পারছি না, বুঝার চেষ্টা করছি। এখনো পর্যন্ত সামহোয়ারে আমার পোষ্টগুলোর কপিই দিয়ে রেখেছি, নতুন কোন লেখা দিয়ে তৎপর হওয়ার আশংকা খুব কম। তবে, এখানকার লেখাগুলো ওয়ার্ডপ্রেসে বেক আপ রাখার একটা সম্ভাবনা আছে।
ভাল কথা, এইসাথে আমার চতুর্মাত্রিকের লিঙ্কটাও দিয়ে দিলাম। মাঝে মধ্যে ওখানেও লেখালেখি করার ইচ্ছে আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।