আমাদের কথা খুঁজে নিন

   

ছবিটির একটি নাম প্রয়োজন - আজও পারিনি দিতে...........

ও গানওয়ালা, আর একটা গান গাও... আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই।
বর্তমানে বুড়িগঙ্গার মৃত দূষিত অবস্থার কথা কম বেশি সবার জানা। সেই নদীর এক চিলতে শাখা রায়ের বাজার বধ্যভূমি ও তাঁর "বধ্যভূমি স্মৃতি সৌধ"-এর পাশ দিয়ে প্রবাহিত। ছবিটা নৌকায় বসে তোলা । নদীর বিষাক্ত কালো পানি ঠেলে স্যালো নৌকার ভট ভট শব্দ সয়ে স্মৃতি স্তম্ভের দিকে এগোচ্ছিলাম।

১৯৭১ সালের শেষের দিকে, স্বাধীনতা যখন সময়ের ব্যাপার মাত্র ঠিক তখনই এইখানেই এলোমেলোভাবে ক্ষতবিক্ষত শরীরে নিথর পড়েছিল দেশের শ্রেষ্ঠ কিছু সন্তানেরা। যাঁদের পাকিস্তানি হানাদারদের চিনিয়ে দিতে আর ধরে ধরে আনতে সাহায্য করেছিল দেশীয় কিছু মানুষরূপী হায়েনার দল। বর্তমানের প্রেক্ষাপটে হিসাব না মেলা এলোমেলো কিছু প্রশ্ন - - স্বাধীন দেশে শান্তি প্রতিষ্ঠা লক্ষ্যে কতটুকু সামনে অগ্রসর হতে পেরেছি আমরা? - বর্তমানে এই সমাজ কি দূষিত শেষ পর্যায় পৌছায় নি? - স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্বপ্ন, আত্মত্যাগ আর আর কত দিন বৃথা যাবে? - অদ্ভুত! স্বাধীন দেশে ৩৮ বছর পার হয়ে গেছে, এখনও এই খুনি হায়েনাদের শাস্তি চাইতে দ্বারে দ্বারে ঘুরতে হয় কেন? - আর কতদিন অপেক্ষা, সব কিছুর? (মাথা হেট হয়ে আসে)। আজও শহীদদের বুকে জমে থাকা স্বপ্নের পানে চলছি ......... পারিনি গন্তব্যে পৌঁছুতে। ।

- ছবিটির সাথে কি যেন অদ্ভুত মিল!! - ছবিটির একটি নাম দিয়ে সাহায্য করবেন কি? ----------------------------------------------------------------------- *এই শিখাটি ছিল আমার ব্লগীয় জীবনের প্রথম প্রচেষ্টা। তখন নিজের তাগিদেই লিখেছিলাম। সুযোগ ছিল না আমার কথাগুলো সবার সাথে ভাগাভাগি করার। লেখাটি আজ প্রথম পাতায় প্রকাশ হচ্ছে ... তাই অনুভূতিটা প্রথম ভালবাসার মতই অটুট। আপনাদের মন্তব্য, রেটিং আমার এই পথচলার শক্তি হয়ে থাকবে আজীবন।

ধন্যবাদ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.