আমাদের কথা খুঁজে নিন

   

হয়তো বা ছবিটির জন্য !

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।

আজ কেন জানিনা এই কবিতাটা ভীষন মনে পড়ছে , হয়তো বা ছবিটির জন্য ! জীবনানন্দ দাশের - কত দিন তুমি আমি । কত দিন তুমি আমি এসে এইখানে বসিয়াছি ঘরের ভিতর খড়ের চালের নিচে,অন্ধকারে ;-সন্ধ্যায় ধূসর সজল মৃদু হাত খেলিতেছে হিজল জামের ডালে - বাদুড় কেবল করিতেছে আসা - যাওয়া আকাশের মৃদু পথে ; - ছিন্ন ভিজে খড় বুকে নিয়ে সনকার মতো যেন প'ড়ে আছে নরম প্রান্তর ; বাঁকা চাঁদ চেয়ে আছে ;- কুয়াশায় গা ভাসায়ে দেয় অবিরল নিঃশব্দ গুবরে পোকা - সাপমাসী - ধানী শ্যামাপোকাদের দল ; দিকে দিকে চাল - ধোয়া গন্ধ মৃদু - ধূসর শাড়ির ক্ষীণ স্বর শোনা যায় ; - মানুষের হৃদয়ের পুরোনো নীরব বেদনার গন্ধ ভাসে ; - খড়ের চালের নিচে তুমি আর আমি কত দিন মলিন আলোয় ব'সে দেখেছি বুঝেছি এই সব ; সময়ের হাত থেকে ছুটি পেয়ে স্বপনের গোধূলিতে নামি খড়ের চালের নিচে মুখোমুখি বসে থেকে তুমি আর আমি ধূসর আলোয় ব'সে কত দিন দেখেছি বুঝেছি এই সব । ( ছবি - পাগলা বাবু , শান্তিনিকেতনের একটি গ্রামে ।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।