সম্প্রতি জানা গেছে, হলিউডের মুভি স্টুডিও ওয়ার্নার ব্রদার্স এবং মাইক্রোসফটের মতো টেক জায়ান্টরা ভিডিও পাইরেসি রোধে আল্ট্রা-ভায়োলেট পদ্ধতি চালু করতে যাচ্ছে। এই পদ্ধতিটির নাম- ডিজিটাল মুভি লকার।
জানা গেছে, ডিভিডি, ব্লু-রে অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড, যেখান থেকেই কেনা হোক, বলা হচ্ছে, একবার কিনলে সেটা যে কোনো প্লেয়ারে, যে কোনো ফরম্যাটে ব্যবহার করা যাবে। খবর ইয়াহু অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বর্তমানে ব্যবহৃত ডিভিডি বা ইন্টারনেট থেকে ডাউনলোড করা বা ব্লু-রে ডিক্স যাই হোক তাতে ডিজিটাল প্রোটেকশনের ব্যবস্থা রেখেই বিক্রি করা হয়।
প্রতিবার ব্যবহার করার সময় ক্রেতাকে সেই তথ্য দিতে হয়। নতুন ব্যবস্থায় এই তথ্য ভিডিওটির সঙ্গেই থাকবে। তাই আল্ট্রা-ভায়োলেট ব্র্যান্ডের মানে হলো এই প্ল্যাটফর্মে না থেকেও থাকা এবং সব ডিভাইসেই একই রকম ফল দেখানো।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, প্রতিটি প্রতিষ্ঠানই ভিডিও পাইরেসি বন্ধে যার যার মতো করে চেষ্টা করছে। এক্ষেত্রে অ্যাপল সবসময়ই নিজস্ব হার্ডওয়্যার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
কিন্তু আল্ট্রা ভায়োলেট ব্যবহারে সব ফরম্যাটের জন্যই একটি সাধারণ সমাধান বের করা যাবে।
জানা গেছে, এই আল্ট্রা ভায়োলেট প্রকল্পে অ্যাপল ও ডিজনি জড়িত নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।