মহাজনের নাও
সুজন সুপান্থ
কাজের খোঁজে, ভাতের খোঁজে নিত্য ফেরি হয় মানুষের শংকা
সভা-সেমিনার-সিম্পোজিয়ামে উঠছে জেগে আর্ন্তজাতিক মঙ্গা।
কার্তিক মাসের মঙ্গাকালে ভাগ্যে জোটে শুধু কাঁশের চালের ভাত
বানের জলে ডুবলে সেটা-বানভাসীদের মাথায় পড়ে হাত।
পেটের দায়েই শুধু ঘুরছে মানুষ এদিক ওদিক বেকার
সন্ধ্যা বেলায়-কুপির বদল জোনাক জ্বলে-উনুন অন্ধকার।
সবার চোখেই ঝড়ছে এখন শুধু অঝোর ধারায় কাঁদন
ব্যবসা ভালো মহাজনের, তাঁর সে ব্যবসার নাম দাদন।
চারিদিকে বইছে এখন কার্তিক মাসের মঙ্গাকালীন বাও
পরের চোখের জল শুষতে ছুটছে তবু মহাজনের নাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।