কালরাত্রি
এন জুলফিকার
এবারও তো তুমি ঈর্ষার সাথে যাবে
হাতের রেখায় কালরাত্রির নদী
এখনও তোমার দু’চোখে আগুন যদি
বুনো পথ হাঁটো, হারানো পালক পাবে।
জেনো আজ সেও উন্মুখ সারাদিন
দু' হাতে গরল দিনগত পাপ ক্ষয়
কে যেন বলেছে এ সব গল্পে হয়
তুমি শুধু জানো কেবলই বেড়েছে ঋণ।
তবু কি হেঁটেছ, ভেবেছ রাত্রি হলে
সাজাবে নিজেকে, যেভাবে পরম সাজে
অযাচিত সব শব্দ গড়ার কাজে
ভুল-বর্ষায় গিয়েছে সময় চলে।
তবুও ট্রামের ঘন্টা মিলিয়ে গেলে
পড়ে থাকা লাশ ভনভন মাছি ওড়ে
চাল শেষে পথে গড়ায় বধ্য বোড়ে
পড়ে থাকো লাশ, প্রান্তিক দেহ মেলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।