সময় কে জানতে চাই.. ২৫ মার্চ,১৯৭১ মধ্য রাত,পাকিস্তানি সেনাবাহিনী অতর্কিতে হিংস্র হায়েনার মত আক্রমণ করে বসে বাঙালি নিরীহ জনগণের উপর! সেই হিংস্র আক্রমনের নাম দেয়া হয়েছিল "অপারেশন সার্চলাইট"। বাঙালি কোনদিনই ভুলবে না হিংস্রতার। চারুকলা অনুষদ,ইউডা সেই ভয়াল ২৫ মার্চকে স্মরণ করে উপমহাদেশের বৃহত্তম রোডপেইন্টিং এর আয়োজন করেছে মানিকমিয়া এভিনিয়্যুএ... ২৫ মার্চ সূর্যাস্ত থেকে ২৬ মার্চ সূর্যোদয় পর্যন্ত এই কার্যক্রম চলবে। রোডপেইন্টিং এ যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। আর ক্যানভাসে রংতুলির আঁচর তুলতে পারবেন শুধুমাত্র প্রখ্যাত শিল্পীরা। ভয়াল কালরাত্রি কালো পিচঢালা পথে আপনার তুলির আঁচরে রচিত হক কালরাত্রির কথা। সুতরাং আর দেরি কেন? চলে আসুন আপনার অপেক্ষাতেই আছে আমাদের রাজপথ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।