আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে সন্ত্রাসবাদ এবং জঙ্গীবাদ

অতীত এবং বর্তমানকে সাথে নিয়ে আগামীর সপ্ন দেখি । সময়ের সাথে আগামীর পথে -সদা নির্ভীক..

বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো জঙ্গী । বাংলাদেশ ও এর বাহিরে নয় । সারা বিশ্ব জঙ্গীদের বিরুদ্ধ কথা বলে । ইসলাম কখনও জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদকে সমর্থন করে না ।

কিন্তু বাংলাদেশে কতিপয় জঙ্গীই কি আমাদের মুল সমস্যা ?না এর বাহিরে আমাদের দেশে সন্ত্রাসবাদ ভয়াবহ আকার ধারন করেছে । অতীতে এবং বর্তমানে যে দলই ক্ষমতায় এসেছে তখন সেই দলেই সন্ত্রাসের রাজত্ন কায়েম করে যা আমাদের মতো সাধারন মানুষের জীবনের জন্য হুমকি?যারা বোমাবাজি হত্যা ইত্যাদি করে এবং যাদের দাড়ি টুপি আছে তাদেরকে আমরা বলি জঙ্গী মৌলবাদ সন্ত্রাসী । কিন্তু যারা প্রকাশ্য দিবালকে অস্র,রামদা ,কিরিচ, পিস্তল ইত্যাদি নিয়ে কলেজ ,ভার্সিটিতে এবং বিভিন্ন অনুষ্ঠানে মারামারি করে এবং মানুষ হত্যা করে তাদেরকে আমরা কি বলব ?এদের দাড়ি টুপি নাই বলে এদেরকে বলি নামধারী সন্ত্রাসী । কিন্তু আমরা এসব সন্ত্রাসীদের প্রতিহত না করে উল্টো দাঁড়ি টুপিওলাদের সন্রাসী হিসেবে প্রচার করছি । যার জন্য আমাদের প্রজন্মের কাছে ইসলাম একটি জঙ্গী সংগঠনে পরিনত হয়েছে ।

এতে করে মুসলমানদের হেয় করা হচ্ছে । আমরা যদি জঙ্গী জঙ্গী করে সন্ত্রাসীদের সুযোগ করে দেই তাহলে আমাদের দেশের বিরোধী শক্তি এবং মুসলমানদের শত্রু এ সুযোগটাকে কাজে লাগিয়ে বড় ধরনের নাশকতা করতে পারে । তাই আসুন ইসলামকে টার্গেট না করে যারা ইসলামের নামে জঙ্গিদের কে সমূলে উত্‍খাত করি এবং যারা সন্ত্রাসী কর্মকান্ড করছে তাদের বিরুদ্ধে রুখে দাড়াই । দলমত নির্বিষেশ এক হয়ে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াই ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.