আমাদের কথা খুঁজে নিন

   

কথার অধিক



কথা শুধু কথা নয়, কথার অধিক। সন্দেহে সংশয়ে দুলে কুয়াশা জন্ম নেয় একদিন আচমকা মেঘ হয়ে নেমে এলে বোঝা যায় ভিতরের জটিল নকশার গান কথারা বৃষ্টি হয়ে ঝরে, জ্বলে পুড়ে অভিমান। দৃশ্যত কথারা শান্ত, বসন্তের চিরহরিৎ বন তার মধ্যে কোথাও যেন লুকিয়ে ছিল শ্লেষ লুকিয়ে ছিল ঝরাপাতা, নীরব বিদ্বেষ। কী কথা বলেছি আমি? কী কথা শুনেছি? কোথায় রেখেছি আমি কান্নার মুখ, বিজনে? কথারা শ্রাবণ হয়ে ফেরে, সঙ্গোপনে। ---------------------------------------------------------- রাহুল ঘোষ অন্য শাব্দিক। বইমেলা ২০১০ সংখ্যা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।