কাউকে আনন্দ দিতে পারব কিনা জানিনা, কিন্তু দুঃখ দিতে চাইনা ব্রিটিশ, জার্মান, জাপানীজ, চাইনিজ দের দেশপ্রেম কাজে, আর আমাদের দেশপ্রেম কথায়। এখন আমাদের কাছে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। আমাদের দেশের ক্ষমতাসীন রা চার দিকের রাস্তা বন্ধ করে দিয়ে বিশাল প্রটোকল নিয়ে চলাচল করেন, আর তাদের দেশে পাব্লিক ট্রান্সপোর্ট এ টিকিট কেটে চলাচল করেন। টিকিট না কাটলে জরিমানাও দিতে হয়। ভুল জায়গায় গাড়ি পারকিং করলে জরিমানা দিতে হয়।
দেশের প্রতিটি বাড়িতে যদি বিদ্যুৎ না পৌছায় তবে সরকার প্রধান কেও লোডশেডিং এর আওতায় আনতে হবে। দেশের প্রতিটি মানুষের কাছে খাবার পৌছাতে না পারলে সরকার প্রধান কেও এক বেলা অনাহারে থাকতে হবে। দেশের সব মানুষের বাস স্থানের সংথান না করে উনারা থাকেন কয়েক একর জায়গা নিয়ে নির্মিত প্রাসাদে। দেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, আর উনারা রুটিন চেক আপের জন্য যান সিঙ্গাপুরে। যদি দেশের চিকিৎসা ব্যাবস্থার প্রতি আপনাদের আস্থা না থাকে, তবে আপনার দেশের মানুষ কে কেন ওই ব্যাবস্থায় চিকিৎসা সেবা দিচ্ছেন।
যে অবস্থা চলছে এর পরিবর্তন চাওয়ার মতো ধৃষ্টতা আমার নাই। বর্তমান আর অতীত ক্ষমতাসীন দের কাছে আবেদন দয়া করে আপনাদের এই ব্যাবস্থাকে গনতন্ত্র বলবেন না। আপনাদের সরকারকে, দলকে গনমুখী বলবেন না। আমরা আপনাদের কাছে কিছু আশা করে ভোট দেই না। আমরা দয়া করে ভোট দেই যাতে আপ্নারা কিছু করে খেতে পারেন।
আপ্নারা শুধু আপনাদের শাসন ব্যবস্থাকে রাজতন্ত্র বলে ঘোষণা দিন। জনগন নয়, আপ্নারাই পালাক্রমে দেশের মালিক এই ঘোষণা দিন। আমরা হাসি মুখে না খেয়ে দিন কাটাতে পারব।
আমাদের দেশে গনতন্ত্র হচ্ছে সব চেয়ে বড় কৌতুকের নাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।