চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
বন্যাকবলিত প্রদেশগুলোর মধ্যে গুয়াংডঙ এর পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছে চীনের জন সম্পর্কিত (সিভিল অ্যাফেয়ার্স) মন্ত্রণালয়। কয়েকদিনের টানা বৃষ্টির পর এখানে ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা।
এছাড়া জিয়াংজি প্রদেশে আরো ছয়জনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল থেকে গুয়াংডঙ এ প্রবল বাতাসসহ বৃষ্টিপাত আবার শুরু হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
বৃষ্টিপাতে আগামী কয়েকদিনে বন্যার প্রকোপ আরো বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
দুর্গত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ত্রাণকর্মীদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গুয়াংডঙ এর পার্বত্য এলাকায় ব্যাপক বৃষ্টিপাতে সৃষ্ট পাহাড়ি ঢল প্রদেশটির ভয়াবহ বন্যার কারণ বলে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে। এতে প্রাদেশিক রাজধানী গুয়াংঝুসহ নয়টি শহর প্লাবিত হয়েছে।
বন্যা কবলিত নয়টি প্রদেশের প্রায় নয় লাখ বাসিন্দা দূর্গত অবস্থায় আছে ও ২ হাজার ৬শ ৭৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।