পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী"
বাদলা দিনে
মোহাম্মদ সাইদুল ইসলাম
গুড়ি গুড়ি বাদলেরা
একটানা ঝরছে,
এলোমেলো সমীরণে
আমগুলো পড়ছে ।
খুকুমণি দেখে আম
জানালায় দাড়িয়ে,
চুপচাপ দেয় দৌড়
সব কিছু মাড়িয়ে ।
ডোবাগুলো ভরো ভরো
পুকুরের কিনারে,
দলবেঁধে ভরা জলে
এলো জোঁক চিনারে ।
ব্যাঙগুলো ঘ্যাঙ ঘ্যাঙ
জলকেলি মেতেছে,
কেচু-কারা-শামুকেরা
মেঠো পথ ধরেছে ।
ওই দূরে বাঁশ ঝাড়
মগ ভাঙ্গা বাঁশটা,
চুপ মেরে অসহায়
ভেজা কাক পাঁচটা ।
কবি আর গায়কেরা
রচে নয়া পদ্য,
গুড়ি গুড়ি বাদলেরা
ঝরে অনবদ্য ।
রচনাকাল -
১৯৯৪ খৃঃ
স্থানঃ
নিজ বাড়ি, টেংগুরিয়া পাড়া
বাসাইল, টাংগাইল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।