আমাদের কথা খুঁজে নিন

   

মাত্র দেখলাম THE GHOST WRITER (2010)

ব্লগিং করতেই চাই, তবে সেটা একেবারে, নিরীহ ও মিনমিনে উপায়ে।
রোমান পোলান্সকির ডাইরেক্ট করা আরেকটা রহস্য মুভি (political thriller)। এর আগে দি নাইন্থ গেট, চায়না টাউন দেখে যেমন অসাধারণ মনে হয়েছিল, এটাও তেমনি দারুণ লেগেছে। তবে একটা খুঁতখুঁতানি রয়ে গেল, রোমান পোলান্সকির যে কোন ফিল্মেরই শেষটা একটু কেমন জানি লাগে, এতক্ষণ রহস্যের আবেশে থাকার পরে হঠাৎ শেষ হওয়াটা, তা যত নাটকীয়ই হোক না কেন, একটু মেনে নিতে কষ্ট হয়। নাইন্থ গেট এর কাহিনীতে অতিপ্রাকৃত ব্যাপার-স্যাপার ছিল, চায়না টাউন এ ক্রাইম, চায়না টাউনের পরিবেশ, সব কিছু মিলে আরেক রকম পরিবেশ তৈরী হয়েছিল, কিন্তু একেবারে আধুনিক পরিবেশে, তাও আবার রাজনীতিবিদ চরিত্র নিয়ে কাহিনী অবলম্বনে এত অসাধারণ রহস্যময় আবহ তৈরী করা যায়, এটা সত্যি ভাবা যায়না।

পোলান্সকির মূল বৈশিষ্ট্যই এটা। The Ghost Writer এই ২০১০ এই বের হয়েছে, এতদিন কোথাও পাওয়া যাচ্ছিলনা। এখন কমন মুভি সাইটগুলোতে পাওয়া যাচ্ছে। অভিনয় করেছেনঃ Pierce Brosnan, Ewan McGregor, Kim Catrall (এনাকে আগে দেখেছিলাম Police Academy, একেবারে প্রথম পর্বে)। পিয়ার্স ব্রসন্যান সম্পর্কে কিছু বলার নেই, ইওয়ান ম্যাকগ্রেগরের অভিনয়ও চমৎকার।

মুভিটির IMDB রেটিং ৭.৮। মুভিটির কিছু ইন্টারেস্টিং দিক আছে। যেমনঃ মুভির পিয়ার্স ব্রস্ন্যান অভিনীত চরিত্রটি (Adam Lang)পুরো টনি ব্লেয়ারের সাথে মিলে যায়। এবং এই মুভিতে শেরী ব্লেয়ার ও টনি ব্লেয়ারকে সরাসরি CIA এর এজেন্ট হিসেবে ইঙ্গিত করা হয়েছে। মুভিটি ২০০৭ সালে লেখা রবার্ট হ্যারিসের “The Ghost”উপন্যাস অবলম্বনে তৈরী।

উপন্যাসটি ব্লেয়ারের আইনজীবিরা কোনদিনই বের হতে দিতেননা, যদি রবার্ট হ্যারিসের ঔপন্যাসিক হিসেবে খ্যাতিটা আরেকটু বেশি হত। New York Observer এ বলা হয়েছে, যে এই উপন্যাস এত শকিং, যে এটা সত্যি হতেই পারেনা, কিন্তু যদি হত তবে গ্রেট ব্রিটেনের রিসেন্ট ইতিহাসের পুরো ব্যাখ্যা পাওয়া যেত। মুভিটি দেখা শেষ হলে imdbর ট্রিভিয়া সেকশনে খোঁজ নিয়ে জানলাম, মুভিতে আমেরিকা হিসেবে যা দেখানো হয়েছে তা আসলে জার্মানি, আর এটা এডিটিং পোলান্সকি শেষ করেছেন, সুইস জেলে বসে। এগুলো অবশ্য কোন রাজনৈতিক কারণে নয়। লিঙ্কগুলো হলঃ মুভিটির নিজস্ব ওয়েবসাইটঃ উইকিপিডিয়া IMDB আরো দেখুনঃ মূল উপন্যাস ঔপন্যাসিক পরিচালক একটু সাবধান করে দেই, The Ghost Writer নামে ১৯৮৪ সালের আরেকটি মুভি আছে, সেটার সাথে গুলিয়ে ফেলবেননা।

এখানে isohunt.com থেকে ডাউনলোডের লিঙ্ক দিলাম, ইংরেজি সাবটাইটেল সহ পাওয়া যাচ্ছে, চমৎকার প্রিন্ট। টরেন্ট
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.