আমাদের কথা খুঁজে নিন

   

গ্রিসে আততায়ীদের গুলিতে সাংবাদিক খুন

আলো — অন্ধকারে যাই — মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!

গ্রিসের রাজধানী অ্যাথেন্সে সক্রেটিস গিয়ালিয়াস (৩৭) নামে একজন অনুসন্ধানী সাংবাদিক খুন হয়েছেন। বন্দুকধারীরা তাকে তার বাসার বাইরে গুলি করে হত্যা করে। খবরে বলা হয়েছে, সক্রেটিস বেসরকারি বেতার কেন্দ্র থিমা এমএফ-এর বার্তা প্রধান এবং জনপ্রিয় সংবাদ ব্লগ ট্রিকটিকো-এর নিয়মিত লেখক ছিলেন। দুই/তিনজন বন্দুকধারী বুলেটপ্রুফ জ্যাকেট পরে তাকে বাসা থেকে ডেকে রাস্তায় নিয়ে গুলি করে পালিয়ে যায়। সক্রেটিসের সহকর্মীরা জানান, তিনি দুর্নীতি বিষয়ক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছিলেন।

পুলিশের ধারণা, গ্রিসের বামপন্থি জঙ্গিরা তাকে খুন করে থাকতে পারে। কেননা, স্বাধীনতাকামী এসআর জঙ্গিরা এর আগে আলটার টেলিভিশন কেন্দ্রে হামলা করেছিল। তবে ওই ঘটনায় কেউ তখন হতাহত হয়নি। এছাড়া ওই জঙ্গিগোষ্ঠী বিভিন্ন সময় সাংবাদিকদের হুমকি দিয়ে আসছিল। তবে দুর্নীতির খবর প্রকাশ করায় তিনি কোনো মহলের রোষানলে পড়ে খুন হয়ে থাকতে পারেন বলেও পুলিশ মনে করছে।

পুলিশ ঘাতকদের গ্রেফতারের চেষ্টা করে যাচ্ছে। তবে কেউ এ খুনের দায় স্বীকার করেনি। গ্রিসে সর্বশেষ সাংবাদিক খুন হন ১৯৮০ সালের ১৭ নভেম্বর। এদিন একটি রক্ষণশীল পত্রিকার প্রকাশককে গেরিলারা খুন করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।