আমাদের কথা খুঁজে নিন

   

গ্রিসে রাজনীতির আগুন

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

ঘনিয়ে আসছে গ্রিসের জাতীয় নির্বাচন। আগস্টে টানা এক সপ্তাহ জ্বলতে থাকা দাবানল যেন আরো উত্তপ্ত করে তুলেছে গ্রিক রাজনীতি। ঐতিহ্য, মিথ আর সংস্কৃতির প্রাচুর্য থাকলেও ইউরোপের এ দেশটি অর্থনীতির দৌড়ে কিছুটা পিছিয়ে। গণতন্ত্রের আঁতুরঘরে সোসালিস্টদের শাসনও ছিল। অনেকেই বলছেন, এবারও ক্ষমতায় আসছে সোসালিস্টরা।

গ্রিসের দাবানল নিভেছে ঠিকই, তবে গ্রিক রাজনীতির উত্তাপ কমেনি মোটেই। রোববার নির্বাচনকে ঘিরে উত্তেজনা এই গণতন্ত্রের আদিভূমিতে। আগস্টের শেষ সপ্তাহের দাবানলও দারুণ প্রভাব খাটাচ্ছে রাজনীতির মানচিত্রে। মুখোমুখি রক্ষণশীল আর সোসালিস্টরা। দাবানল লাগানোর জন্য সোসালিস্টদের দায়ী করছে রক্ষণশীলরা, ঠিক তেমনি দাবানল সামলানোর ব্যর্থতার দায় ক্ষমতাসীন রক্ষণশীলদের কাঁধে।

বেকারত্ব হ্রাস অথবা বাজেটের ঘাটতি মেটাতে ইউরোপীয় ইউনিয়নের ওপর নির্ভরশীলতা কামানোর মতো সাফল্যকে পুঁজি করেছে রক্ষণশীল নিউ ডেমোক্রেটিক পার্টি। আর নির্বাচনী মোকাবেলায় মুদ্রাস্ফিতি, দারিদ্র, পেনশন ব্যবস্থার সংস্কার বা দাবানলে ৬৫ জনের প্রাণহানির বিষয়টিকে সামনে আনছে সোসালিস্টরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।