আমাদের কথা খুঁজে নিন

   

গ্রিসে কেন দার্শনিক আর আরবে কেন পয়গম্বর?

উঁকি দাও ফুল!

এরিক রোলের হিস্ট্রি অব ইকনমিক থট পড়তে যায়া শিরোনামের আজব প্রশ্ন পাইছিলাম। অনেক আগের পড়া বই, গুছায়া কইতে না পারলে মাফ কইরেন। কিন্তু আসলেই ভাবেন তো, আরবে কেন হাজারে হাজারে পয়গম্বর আসলেন, আর গ্রিসে প্রায় সকল প্রাচীন মানববিদ্যা সুগ্রন্থিত হল? আরবের পয়গম্বররা গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন, সন্দেহ নাই। গ্রিক দার্শনিকরাও মিশর, এশিয়া মাইনর আর ভারতের চিন্তা আত্মস্থ করছিলেন। ধর্মে দর্শন আছে, দর্শনেও ধর্ম থাকতে ক্ষতি নাই।

কিন্তু যারে আমরা পিওর পলিটিক্যাল সায়েন্স বলি, হিস্ট্রি বলি, বায়োলজি বলি, লজিক বলি, ফিলসফি বলি, প্রায় সব কেন গ্রিসে, বিশেষ কইরা এথেন্স নামের নগর রাষ্ট্রে? ধর্মও দুনিয়ার আর সব জাগায় ছিল, আছে। ফলে ধর্মনেতারাও। কিন্তু হাজারে হাজারে পয়গম্বর কেন নিত্য নতুন জনপদে হাজির হতৈন আরবে? এরিক রোল ভাল কইরা উত্তর দেন নাই, কারণ বইয়ের আলোচনার মূল বিষয় তা ছিল না। বইটা আর কাছেও নাই। কিন্তু প্রশ্নটা এত ভাবাইছিল! এখন আমি একরকম জানি।

কমুও। কিন্তু আপনেগো মতামত শুনতাম চাই আগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।