সোমবার সকাল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার ও আমিন বাজারে বিদ্যুতের দাবীতে স্থানীয় গ্রামবাসী ও ব্যবসায়ীরা লক্ষীপুর -নোয়াখালী- ফেনী জাতীয় মহাসড়ক অবরোধ করে। এসময় উত্তেজিত জনতা কয়েকটি গাড়ী ভাংচুর করে। এঘটনায় ৫জন আহত হয়।
সড়ক আবরোধের খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুর-ই -খাজা আলআমিন ও বেগমগঞ্জ থানার ওসি আব্দুর রব পুলিশ নিয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়। পরে জেলা শহর থেকে দাঙ্গা পুলিশ এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে এবং প্রায় সাড়ে ৩ ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী জনান বেগমগঞ্জ পশ্চিম অঞ্চলে প্রতিদিন ১ ঘন্টর বেশী তারা বিদ্যু পায় না, তাই তারা অতিষ্ঠ হয়ে এ কর্মসুচী নিতে বাধ্য হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।