আমাদের কথা খুঁজে নিন

   

-----শিরোনামহীন টুকিটাকি------



এইসব ঘর গৃহস্হালী, বাসন কোসন চায়ের চামুচ, কাপের কিনারা সোনা ঝরে পড়ে। মনে হয় মানুষের চেয়ে দীর্ঘ পরিচয়ওদের সাথে। চায়ের কৌটো, চিনির বয়াম, শরবতের বোতল ছায়া আঁকে টুংটাং সারাদিন ক্লান্তিহীন বিশ্বস্ত অনিমেষ চেয়ে থাকা। এইসব ঘরকন্না, পুতুল বিয়ে ময়দা ময়ান গলে পড়া সোহাগে বেহাগে এইসব গৃহস্হালীই কেবল মিশে থাকে তবু... দূর্ভিক্ষ ঝড়ে খরা ও বন্যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।