আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিপস এলইডি মনিটর কিন্না আনলাম।

গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে)

এই শুক্রবারে আইডিবি দিয়া একটা ফিলিপস মনিটর (New Window) কিনলাম, আগের কিছু কিছু মনিটর আর গ্রফিক্স বিশেষজ্ঞদের পোষ্ট পড়ে মনিটরের ব্যাপার স্যাপার অনেকটাই কম্প্লিকেটিভ লাগতে ছিল.......তাই বেশি খোজা খুজি বা স্পেসিফিকেশনের দিকে না তাকাইয়া.........চক্ষু বুইজ্জা আল্লাহর নামে কিন্না ফালাইলাম........। আমি ভাই সোজা মানুষ.........শুধু জিজ্ঞেস করছিলাম ওদের..........."আমার আগের সিআরটির সাথে একখান ১৩৫০ টাকার চাইনিজ টিভি কার্ড আছে........ওইটা কি চলবে এইটার সাথে...........। ওরা আমারে জানাইছিলো........আমার নাকি নতুন টিভি কার্ড কিন্তে হইবে..........কিন্তু আমি সেটা না কইরা আমার আগের টিভিকার্ড এই এলইডি মনিটরে লাগানোর পরেও দেখলাম সে দিব্যি চলতাছে...........শুধু একটা মেসেজ দিছিল......এনালগ সিগন্যাল........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.