"সোনার বাংলা রূপোর পালে ব্লগের হাওয়া লাগলো বলে, ঘুচল শিকল মুক্ত পাখির ফুটল বুলি যন্ত্রজালে।"
নারীর জায়গা বদল,
হায়রে পুরুষ কেমন পুরুষ,
পুরুষের জিবন কি এমনই হয়
বিয়ের আগে স্পাইডারম্যান,
বিয়ের সময় সুপারম্যান
বিয়ের পরে জেন্টলম্যান,
আর বিবি যদি সুন্দরি হয়,
তাহলে সারা জিবন থাকা লাগবে তার ওয়াছম্যান,
কি ঠুয়া খাওয়া পুরুষের জিবন রে,
তাইলে হুনেন এটা কাহানি,,
আমার পাশের এলাকার এক বন্দু একটু লুচ্ছা টাইপের ভদ্রলোক ছিল,আমি তাদের এলাকায় মাঝে যেতাম এবং ঐ হালায় প্রেম করতো,একদিন দেখি তার বান্দুপিকে লইয়া পার্কে গিয়াছে আমি এবং আমার কয়েকটা ভদ্র দোস্তদের সাথে পার্কের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ চোখের মাঝে ভেসে আসল ঐ ছোকরা+ছুকরি আর যা দেখলাম তাতো,তাল মাতাল,
চারি পাশে যত আছে বোকা সোকা
যত বিঙ্গানী , যত ডাকা বোকা ,
কারুকে আমি করিনা পরোয়া ,
জানি
কিসে থেকে কি যে হয় ।
আবার কয়েক দিন পর দেখি আর একটা মাইয়া তাকে ফুল দিল বেশ ভালই কয়েক দিনতো তাল মাতাল,আবার নতুন একটা হাজির দেখি তাকে নিয়ে আইশক্রিম খাচ্ছে এবার তো পুরান বান্দুরি দেইখা নিছে,
ধংসের ঊত্তেজনা টানটান কি করবে বেচারা তো যায় যায় অবস্তা,কি আর করাযায় এখন ডিজিটাল তাঁর ছেরা যুগ ফোন মেসজে দিতেই আছে কার ফোন কে রিছিব করে এমনিতেই ফুলে গদ গদ ,যাই হোক কয়েক দিন নিরবতার মাঝে কাটল, হঠাৎ একদিন দেখা তার পর কি হয় বোঝেনই তো চাপা মারা তুমি চাঁদের কন্যা লক্ষী সোনা এই আর কি,
লক্ষী আমার সোনা আমার
আর করেনা রাগ ,
ঠোঁটের কোনায় দেখছি যেন
একটু হাসির দাগ ।
দেখতে না দেখতেই আরেক চাঁদের কন্যা এসেই হাজির বেচারা তো বিষাঁদ সখেই আছে যে একটা যায় আর একটা আসে ,
তার মানে নারীরা ঠিকই জার জার জায়গা বদল করে নিতে আছে,আর পুরুষ একই অবস্হানে আছে।
প্রেম, ভালোবাসা যত অনুরাগ ,
বিষ্ঠার মত করে দেব ত্যাগ ,
জগতে কিছুই নেই সাধনার ,
চেতনাই যদি যায় ।
বুঝেছি আমি সকল ই মিথ্যা ,
আমিও মিথ্যা, তুমি ও মিথ্যা ।
বুঝিনি শুধু যে একখানি কথা –
মাইয়া মানুষ এত কিছু করে বদলায় তাই বলে আপনি আবার এমন কইরেন না বদলাইয়ে না,বিয়ের আগে নারী থেকে ১০০ হাত দুরে থাইকেন,
নইলে কিন্তু আমি দায়ি না,,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।