আমাদের কথা খুঁজে নিন

   

পল্লবীর গণহত্যা মামলায় নিজামী ৫ দিনের রিমান্ডে



মুক্তিযুদ্ধের সময় রাজধানীর পল্লবী এলাকায় গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার সিআইডি মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেনের আদালতে নিজামীকে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ) রমনা থানার একটি মামলায় নিজামীকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায়। এ সময় নিজামীর আইনজীবীরা জামিনের আবেদন করলে মহানগর হাকিম শামীম আরা পারভীন তা নাকচ করে দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে হিযবুত তাহরীরের সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগে উত্তরা থানায় দায়ের করা মামলায় গত ৩০ জুন মঞ্জুর হওয়া তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন একই আদালত। জামায়াতে ইসলামীর অন্য দুই নেতা কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম, কাদের মোল্লার ছেলে হাসান জামিলসহ সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে। দুই দিনের রিমান্ড শেষে আজ তাঁদের পৃথক আদালতে হাজির করা হয়। এ সময় তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।