আমাদের কথা খুঁজে নিন

   

আপনার মোবাইলের জাভা ফাইল চালান আপনার কম্পিউটারে!!

monna091@yahoo.com

জাভা ভিত্তিক এপ্লিকেশনের সবচেয়ে বড় গুন এই গুলো যেকোন প্লাটফরমে চলতে পারে। শুধুমাত্র যে যন্ত্রে চালাতে হবে তাতে জাভা রান-টাইম ইন্সটল করা থাকতে হবে। আমরা আমাদের মোবাইল ফোনে নানা রকম জাভা ভিত্তিক এপ্লিকেশন চালাই। বিশেষ করে Opera Mini , Mig33 , eBuddy এগুলোতো মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু আমাদের কম্পিউটার এ জাভা রান-টাইম ইন্সটল করা থাকলে ও আমরা কিন্তু আমাদের মোবাইল এপ্লিকেশন গুলো চালাতে পারিনা ।

তার কারন যখন জাভা কোড কম্পাইল এর সময় আলাদা আলাদা প্লাটফরমের জন্য আলাদা আলাদা কম্পাইলার ব্যবহার করা হয়। তাহলে মোবাইলের জন্য কম্পাইল করা এপ্লিকেশন কম্পিউটার এ চালাবেন কিভাবে? এর জন্য আপনার দরকার ইমুলেটর । ইমুলেটর এক ধরনের এপ্লিকেশন যা অন্য কোন এপ্লিকেশন চালানোর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরী করে। আপনাদের জন্য দুটি জাভা ইমুলেটর দিলাম । ইচ্ছা হলে আপনার মোবাইলের *.jar ফাইলগুলো চালিয়ে দেখতে পারেন।

১। কে-ইমুলেটর (K-Emulator) : এটি জাভা ভিত্তিক একটি ইমুলেটর । তাই আপনার কম্পিউটারে জাভা রান-টাইম ইন্সটল করা থাকতে হবে। আপনারা যেহেতু ইন্টারনেট ব্যবহার করেন তাই জাভা রান-টাইম ইন্সটল থাকার কথা । এই এপ্লিকেশন টি উইন্ডোস ও লিনাক্স এ সমানভাবে চালানো যায় ।

এপ্লিকেশন টি চালু করে File->Open এ গিয়ে শুধু *.jar ফাইলটি দেখিয়ে দিবেন । তবে ইমুলেটরটি মূলত SonyEricsson এর জন্য তৈরি করা *.jar ফাইল চালাতে পারে। মিডিয়াফায়ার লিঙ্কView this link ২। এসজেবয় ইমুলেটর (SJBoy Emuletor) : আপনাদের অনেকেই হয়ত এই ইমুলেটরটা ব্যবহার করেছেন কম্পিউটারে mig33 চালানোর জন্য । তবে তাতে মিগ৩৩ ছাড়া আর কিছু চালানো যেত না ।

এই ইমুলেটরে সেই সমস্যা নেই । ইমুলেটরটি শুধু উইন্ডোস এ চালানো যায় , তবে K-Emulator এর চেয়ে এই ইমুলেটরের আকার অনেক ছোট । এই ইমুলেটরটিতে মোবাইল আকারে একটি উইন্ডো আসে। প্রায় সব *.jar ফাইল এ এতে চলে। ইন্সটল করার পরে ডেস্কটপে এর আইকন আসবে।

আপনার *.jar ফাইলটি ড্র্যাগ করে আইকনের উপর ছেড়ে দিবেন , আপনার এপ্লিকেশনটি চালু হয়ে যাবে। রেপিডশেয়ার লিঙ্কView this link মিডিয়াফায়ার লিঙ্কView this link তাহলে এখন আপনার প্রিয় মোবাইল এপ্লিকেশনটি চালান আপনার পিসি থেকেই। জাভা ভিত্তিক এপ্লিকেশনের সবচেয়ে বড় গুন এই গুলো যেকোন প্লাটফরমে চলতে পারে। শুধুমাত্র যে যন্ত্রে চালাতে হবে তাতে জাভা রান-টাইম ইন্সটল করা থাকতে হবে। আমরা আমাদের মোবাইল ফোনে নানা রকম জাভা ভিত্তিক এপ্লিকেশন চালাই।

বিশেষ করে Opera Mini , Mig33 , eBuddy এগুলোতো মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু আমাদের কম্পিউটার এ জাভা রান-টাইম ইন্সটল করা থাকলে ও আমরা কিন্তু আমাদের মোবাইল এপ্লিকেশন গুলো চালাতে পারিনা । তার কারন যখন জাভা কোড কম্পাইল এর সময় আলাদা আলাদা প্লাটফরমের জন্য আলাদা আলাদা কম্পাইলার ব্যবহার করা হয়। তাহলে মোবাইলের জন্য কম্পাইল করা এপ্লিকেশন কম্পিউটার এ চালাবেন কিভাবে? এর জন্য আপনার দরকার ইমুলেটর । ইমুলেটর এক ধরনের এপ্লিকেশন যা অন্য কোন এপ্লিকেশন চালানোর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরী করে।

আপনাদের জন্য দুটি জাভা ইমুলেটর দিলাম । ইচ্ছা হলে আপনার মোবাইলের *.jar ফাইলগুলো চালিয়ে দেখতে পারেন। ১। কে-ইমুলেটর (K-Emulator) : এটি জাভা ভিত্তিক একটি ইমুলেটর । তাই আপনার কম্পিউটারে জাভা রান-টাইম ইন্সটল করা থাকতে হবে।

আপনারা যেহেতু ইন্টারনেট ব্যবহার করেন তাই জাভা রান-টাইম ইন্সটল থাকার কথা । এই এপ্লিকেশন টি উইন্ডোস ও লিনাক্স এ সমানভাবে চালানো যায় । এপ্লিকেশন টি চালু করে File->Open এ গিয়ে শুধু *.jar ফাইলটি দেখিয়ে দিবেন । তবে ইমুলেটরটি মূলত SonyEricsson এর জন্য তৈরি করা *.jar ফাইল চালাতে পারে। মিডিয়াফায়ার লিঙ্কView this link ২।

এসজেবয় ইমুলেটর (SJBoy Emuletor) : আপনাদের অনেকেই হয়ত এই ইমুলেটরটা ব্যবহার করেছেন কম্পিউটারে mig33 চালানোর জন্য । তবে তাতে মিগ৩৩ ছাড়া আর কিছু চালানো যেত না । এই ইমুলেটরে সেই সমস্যা নেই । ইমুলেটরটি শুধু উইন্ডোস এ চালানো যায় , তবে K-Emulator এর চেয়ে এই ইমুলেটরের আকার অনেক ছোট । এই ইমুলেটরটিতে মোবাইল আকারে একটি উইন্ডো আসে।

প্রায় সব *.jar ফাইল এ এতে চলে। ইন্সটল করার পরে ডেস্কটপে এর আইকন আসবে। আপনার *.jar ফাইলটি ড্র্যাগ করে আইকনের উপর ছেড়ে দিবেন , আপনার এপ্লিকেশনটি চালু হয়ে যাবে। রেপিডশেয়ার লিঙ্কView this link মিডিয়াফায়ার লিঙ্কView this link তাহলে এখন আপনার প্রিয় মোবাইল এপ্লিকেশনটি চালান আপনার পিসি থেকেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.