আমাদের কথা খুঁজে নিন

   

ফিউশন ফাইভ, ব্লগের মাগনা জমিনে কে আপনার কফিনের শেষ পেরেকটি টুকে দিলো?

''সংবাদপত্র যা ছাপে তার একটা বড় অংশই হলো 'লর্ড জোনস মারা গেছেন' ধরণের তথ্য। অথচ সেটি যাদের জানানো হয় সেই জনগণ খবরই রাখে না যে লর্ড জোনস বেঁচে ছিলেন''

ফিউশন ফাইভকে খুব মিস করি। প্রিয় ফিফা আপনি যেখানেই থাকুন না কেন, আমাদের সাথেই থাকুন। একটিবারের জন্য হলেও আপনার বিশেষ করিতকর্মা সুলভ পোস্ট পড়ার সুযোগ দেন। আপনার জন্য আমরা অনেকে কষ্টে আছি।

বিশেষ করে আপনার তথ্যমূলক পোস্ট, তীক্ষ্ণ কমেন্ট, ক্যারিকেচার, অনুসন্ধানী সন্দর্ভ ইত্যাদি ইত্যাদি। ব্লগে ইদানিং 'ফিরিয়া আসো ফিফা' সুলভ বেশ কিছু পোস্ট দেখা যাচ্ছে। আপনি একটিবার বলুন আপনার ফিরে আসার বিনিময়ে কী চান আপনি? আর কত পোস্ট চান আপনি? লাটভিয়ান নারী কেলেঙ্কারি মাথায় নিয়ে এইভাবে চলে যেতে পারলেন? বাতাসে কান পাতলেই শোনা যায়, আপনি নাকি এখনও চার চারটি নিক নিয়ে খোদ সামুতেই সচল আছেন? কত দুর্ভাগা আমরা! আপনাকে খুঁজে পাই না। সামু ছেড়ে মনজুরুল ভাই চলে গেলেন, ব্রিগেড ভাই হাওয়া সেই বছর বছর পূর্বে, ফারুক ওয়াসিফ নাই, আরো কত কত ব্লগমুন্সিদের যে আমরা মিস করি! সুমন রহমান তো নাই বললেই চলে। বিডি আইডল থেকেও নাই।

সীমু নাসেরের দিন কাটে ফেসবুকজীবী হয়ে উঠার সংগ্রামে। মানস চৌধুরী মহাশয়কে সামুকে জীবিত দেখার আশা তো ছেড়েই দিলাম সেই বার ভুঁইয়ার ব্লগ জমিদারির বিদ্রোহী ভূমিতে! ব্লগের মাগনা জায়গা পেয়ে ছাগুরা ইদানিং যা শুরু করেছে তাতেও কি আপনার অভিমান ভাঙ্গে না? আপনার ফেসবুক ওয়ালে শোভা পাচ্ছে ''কৌশিক আহমেদ বলেছেন : আপনার কোন খপর নাই কেনো? জাতি জান্তে চায়। '' ডাক্তার আইজুদ্দিন লিখলো 'সব ভুলে গিয়ে আমারব্লগে আসুন। সবাই এক হয়ে আবার লিখি। রাগ নিয়ে বইসা থাকলে চলবে নাকি?' এইতো আজ রাত সাড়ে আটটা বাজলো।

অফিস ফেরত আর সাধারণ দশজন রাজধানীবাসীর মতোই বাসার পথে রিক্সায় উঠলাম। শাহবাগে গিয়ে দুই ঘন্টা আড্ডার পুরানো আড্ডা অনেকটা প্রাচীন প্রেমের সুখের মতোই। সন্দেহের তীর আমাকে ছুড়ে দিয়ে এক ব্লগ বন্ধু যখন লুকাল বলে আমা পানে তাকাল, তখন আমি একদিকে লজ্জায় লাল, অন্যদিকে ফিউশন হওয়ার কামনা বাসনায় রীতিমতো প্রথম মাসিক হওয়া কিশোরীর মতোই অবাক! কিন্তু পরক্ষণেই ভুল ভেঙ্গে দিলেন বন্ধুবর শওকত হোসেন মাসুম। খুব একটা আসেন না এদিকে। আসলেন যখন আজ পেয়েই গেলাম।

মুখে তার মিশর ভ্রমণের গল্প, ঠোঁটে গরম চা। মাসুম ভাই-ই ভুলটা ভাঙ্গিয়ে দিলেন যে, আমি ফিউশন নই। কত শত চাপা গুজব-ই না শুনলাম আজিজ সুপারের সামনে রাস্তায় বসে বসে। কফিল ভাই পাশ দিয়ে চলে যায়। সময়ও গড়িয়ে যায়।

বাসার গ্রামীণ নাম্বার থেকে উপর্যুপুরি মিসকল আসা শুরু হয়েছে। কর্পোরেট চাকরির চাপ আর উষ্মা মাথায় নিয়ে রিক্সা দরদাম করলাম। বাসায় এসে এইতো অলস ব্লগিং। আমি দীনহীন এক ব্লগার। ফিউশন ফাইভের মতো দূরে থাক অলস ছেলের ধারে কাছেও ব্লগে সময় দিতে পারি না।

কোথায় সালাহ উদ্দিন কাদের, কোথায় ছলে লাদের! এখনো জানিনা কিভাবে পোস্টে ছবি যোগ করতে হয়। কীভাবে এক পিসিতে তিনটা নিক খুলে সমানে বলগানো যায়। আমরা তো আর স্পাইলবাইন্ডার না। কিংবা আমি তো আর চিকন মিয়াও না। আমি কনফ্লিক্ট।

কনফ্লিক্ট কিন্তু তার লেখায়, কবিতায় কোথাও না কোথাও তার আদি নামের বা ছদ্ম নামের অদ্যাক্ষর রেখে যায়। আসুন সবাই মিলে সন্দেহের তীরটা ঠিক জায়গায় ছুড়ে মারি। সবাই ভালো থাকবেন। বিশ্বস্ত সূত্রে খবর পেলাম, ফিফা সামু ছেড়েছেন কয়েকটি মতবাদিক বির্তক আর ব্লগীয় আদর্শগত সংগ্রামের ধারাবাহিকতায়। ধারাবাহিক পোস্টের পরবর্তীতে আগামীকাল বিস্তারিত আলোচনা হবে...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.