গল্প
আনন্দপুর গ্রামে বাস করত
মফিজ নামে বালক।
তাকে দেখতে খুবই আকর্ষনীয়
গুনেও বেশ ভরপুর।
খেলাধুলা, ধর্ম-কর্ম ছাড়াও
অনেক গুণ আছে তার।
পড়ালেখা, ধর্ম-কর্ম, হৈ চৈ ইত্যাদি করে
দিন, মাস ও বছর চলে তার
খুবই সুখে-শান্তিতে।
নানা ধরনের কল্পনা করে আবিষ্কার করার চেষ্টায়
বড় হচ্ছে সে।
হঠাৎ একদিন ভাবে-
আমার বয়স কত?
হিসেব করে মিলায় চল্লিশ বছর।
নিজে নিজে ভাবে সে-
বিয়ে করব কবে?
অনেক কর্ম করতে চেয়ে
পড়া শেষ হল দেরিতে।
তাই বাড়ি, গাড়ি, ফ্রিজ, আসবাপত্র ইত্যাদি
কিনতে হবে তাড়াতাড়ি।
বন্ধু তারেককে তাৎক্ষণিক মোবাইল করে বলে-
চলে আয় আমার বাসায় এখনই।
চল বন্ধু পাত্রী দেখি
বিয়ে করব শ্রীঘ্রই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।